ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতের বিরুদ্ধে সিরিজে দর্শক চান ওয়ার্নার

প্রকাশিত: ২৩:২৮, ২৩ সেপ্টেম্বর ২০২০

ভারতের বিরুদ্ধে সিরিজে দর্শক চান ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাকালে সবার আগে মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি) কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করে এরইমধ্যে তিন-তিনটি সিরিজ আয়োজন করে ফেলেছে। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ স্থগিত হলেও আমিরাতে যথারীতি দর্শকশূন্য গ্যালারিতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া টি২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসর। ১০ নবেম্বর আইপিএল শেষ হলে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাবে বিরাট কোহলির ভারত। বহুল আলোচিত দীর্ঘ এই সিরিজে মাঠে অন্তত ২৫ ভাগ দর্শক উপস্থিতি চান ডেভিড ওয়ার্নার, ‘আমি ভারতের সঙ্গে আসন্ন হোম সিরিজটির দিকে তাকিয়ে আছি যা দুই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের মধ্যে সেরা লড়াই হতে যাচ্ছে। আশা করব সকল রকম স্বাস্থ্যবিধি মেনে অন্তত ২৫ শতাংশ দর্শককে মাঠে প্রবেশ করতে দেয়া হোক, যেমনটা কিছু ফুটবল ম্যাচে হচ্ছে।
×