ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ক্রিকেট বিশ্বকাপে টাইগারদের ম্যাচ জয়ের সেরা মুহূর্তগুলো

প্রকাশিত: ০০:০৩, ৪ জুন ২০২০

ক্রিকেট বিশ্বকাপে টাইগারদের ম্যাচ জয়ের সেরা মুহূর্তগুলো

মিথুন আশরাফ ॥ বিশ্বকাপের মুহূর্তগুলো নিয়ে যখনই আলোচনা হয়, তখনই ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড বধ সবার স্মৃতিতে ভেসে উঠে। এই স্মৃতিময় জয় সেরা মুহূর্তও জয় করে নেয়। এবার যেমন ভারতকে হারিয়ে বিশ্বকাপের সেরা মুহূর্ত জিতে নিয়েছে বাংলাদেশ। ভারত দুবার ওয়ানডে বিশ্বকাপ জিতে। একবার ১৯৮৩ সালের বিশ্বকাপে। আরেকবার ২০১১ সালের বিশ্বকাপে। ভারতের এ দুই ইতিহাস সেরা মুহূর্তকেই পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশের ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ড বধের কাব্য। বিশেষ করে ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয় মুহূর্ত ছিল প্রতিযোগিতায়। এই মুহূর্তও বাংলাদেশের ইংল্যান্ড বধকে পেছনে ফেলতে পারেনি। উল্টো বাংলাদেশের ইংল্যান্ড বধের মুহূর্তই সেরা হয়ে ধরা দিয়েছে। আইসিসির ভোটে সমর্থকরা বিশ্বকাপ ইতিহাসের সেরা মুহূর্ত হিসেবে বাছাই করেছেন ২০১৫ বিশ্বকাপে টাইগারদের ইংল্যান্ড বধের ক্ষণকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির তত্ত্বাবধানে ভোটাভোটির পুরো প্রক্রিয়া চলে। ২০১৫ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলের সেই বিজয়ে ইংলিশরা বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে, আর বাংলাদেশ পৌঁছে যায় নকআউট পর্বে। সেই জয়কে বাংলাদেশের ইতিহাসের তো বটেই, ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসের অন্যতম চমকপ্রদ ঘটনা হিসেবে দেখা হয়। বাংলাদেশের কাছে হেরে পরের বিশ্বকাপে ২০১৯ সালে শিরোপা জেতে ইংল্যান্ড। এতে অ্যাডিলেডের সেই ম্যাচটির মাহাত্ম্য আরও বেড়ে যায় অনেকের কাছে। সেই ম্যাচে বাংলাদেশের জয়ের মুহূর্তকেই ক্রিকেট সমর্থকরা বিশ্বকাপ ইতিহাসের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত করেছেন। ২০০৭ বিশ্বকাপে ঐতিহাসিক ভারত বধকে পেছনে ফেলে অ্যাডিলেডের জয় শীর্ষ চারে জায়গা করে নেয়। ‘সেমিফাইনাল’ নামক রাউন্ডে মাশরাফির দলের এই জয়টির প্রতিপক্ষ ছিল ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে কপিল দেবের দুর্দান্ত ক্যাচ। সেই লড়াইয়ে জিতে চূড়ান্ত লড়াইয়ের জন্য মনোনীত হয় বাংলাদেশের ইংল্যান্ড-বধের মুহূর্ত। চূড়ান্ত বাছাইয়ে বাংলাদেশের এই জয়ের প্রতিপক্ষ ছিল মহেন্দ্র সিং ধোনির ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্ত। ভারতের বিপুল সংখ্যক ক্রিকেট সমর্থকদের ভোট পাওয়ার সুযোগ ছিল এই মুহূর্তের। তবে অবাক করে দিয়ে সবচেয়ে বেশি ভোট পায় বাংলাদেশের ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের মুহূর্তটি। চূড়ান্ত বাছাইয়ে বাংলাদেশের জয়টি পেয়েছে শতকরা ৫১ শতাংশ ভোট। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্ত ৪৯ শতাংশ ভোট পেয়েছে। ভোটাভুটির পুরো প্রক্রিয়াতে জড়িত ছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপগুলোর মধ্যে সেরা মুহূর্ত কোনটি? এমনটি বেছে নেয়াটা কঠিনই ছিল। তাই আইসিসি সেরা মুহূর্ত বাছাই করতে ভোটের ব্যবস্থা করেছে। আর সেই ভোটের ফাইনালে উঠে শেষপর্যন্ত জিতেছে বাংলাদেশ। এই ভোটিং পোলটি মূলত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পেজ থেকে করা হয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল। ম্যাচটিতে ১৫ রানের বিস্ময়কর জয় পায় টাইগাররা। আর এই জয়ের মুহূর্তটি-ই শেষ পর্যন্ত সেরা হলো। এর আগে বাংলাদেশের জয়ের এই মুহূর্তটি রাউন্ড অব ৬৪, ৩২ ও ১৬ পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের আরেকটি মুহূর্তের মুখোমুখি হয়। যেটি ছিল ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারত বধের গল্প। তবে ঠিকই জিতে নেয় ২০১৫ বিশ্বকাপের মুহূর্তটি। পরবর্তীতে সেমিফাইনালে বাংলাদেশের সেই সুখস্মৃতিকে লড়তে হয় ১৯৮৩ ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে ভারতীয় অধিনায়ক কপিল দেবের একটি ক্যাচের মুহূর্তের সঙ্গে। উন্ডিজ ব্যাটসম্যানের উড়িয়ে মারা বল দৌড়ের মাঝেই ধরেন কপিল। কিন্তু এই পর্বেও দুর্দান্ত জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের ইংলিশ বধের ঘটনা। শেষপর্যন্ত ভারতের বিশ্বকাপ জয়ী স্মৃতিতে পেছনে ফেলে বাংলাদেশের ইংল্যান্ড বধ জয়ী হয়। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপের আগেও বিশ্বকাপের স্মৃতিগুলো নিয়ে ভোটাভোটির আয়োজন করা হয়। সেখানেও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড বধ জয়ী হয়েছিল। বিশ্বকাপ ইতিহাসের সেরা মুহূর্ত নির্বাচনের জন্য আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে ভোটের আয়োজন করে। প্রথমে প্রায় ২০টি মুহূর্ত নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। সমর্থকদের ভোটে সবশেষে দুটি মুহূর্ত টিকে যায়। এর একটি হলো ২০১১ বিশ্বকাপে ভারতের ফাইনাল জয় এবং অপরটি ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড-বধ। শেষপর্যন্ত দুইয়ের মধ্যে ভোটে জিতে যায় বাংলাদেশের সেই মুহূর্তই। টাইগারদের এই ইংল্যান্ডকে হারানোর মুহূর্তের ছবিকে সেরা ঘোষণা করে আইসিসি তাদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম এ্যাকাউন্ট থেকে পোস্ট দেয়। পোস্টে লিখেছে, ‘আইসিসি বিশ্বকাপ সেরা মুহূর্তের প্রতিযোগিতায় আপনাদের সেরা মুহূর্ত ২০১৫ সালের টুর্নামেন্টে বাংলাদেশের ইংল্যান্ডকে হারিয়ে দেয়া।’
×