ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সম্ভ্রমের সঙ্গে মেজাজও হারালেন কোহলি!

প্রকাশিত: ১২:৩৫, ৩ মার্চ ২০২০

সম্ভ্রমের সঙ্গে মেজাজও হারালেন কোহলি!

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর বিরাট কোহলি যখন আইসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ এ্যাওয়ার্ড পান, অনেকেই তখন বিস্মিত হয়েছিলেন। কারণ মাঠ ও মাঠের বাইরে ভারত অধিনায়কের বডি ল্যাঙ্গুয়েজ, অতি-আগ্রাসন প্রায়শ ভদ্রতার সীমা ছড়িয়ে যায়। সেটা তিনি নিজেও স্বীকার করেন। এবার নিউজিল্যান্ড সফরে ওয়ানডের আগে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের সেমিতে কিউইদের কাছে হারের বদলা নেবেন কি না? উত্তরে তিনি বলেছিলেন কিউইরা এমন প্রতিপক্ষ, ক্রিকেটে ভদ্রতার এমন উদাহরণ, তাদের সঙ্গে ‘প্রতিশোধ’ শব্দটা যায় না। ওয়ানডেতে ৩-০’র পর টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ কোহলি আর নিজেকে ধরে রাখতে পারেননি। ক্রাইস্টচার্চ টেস্টে প্রতিপক্ষ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এবং গ্যালারিতে উপস্থিত দর্শদের দিকে আঙুল তুলে এমন অশালীন ইঙ্গিত করেছেন, যা ক্রিকেটের পরিপন্থী। দিন শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করলে এক সাংবাদিকের সঙ্গে ভীষণ রকমের তর্কে জড়িয়ে পড়েন তিনি। ওই সাংবাদিক কোহলিকে প্রশ্ন করেন, ‘একজন ভারতীয় অধিনায়ক হিসেবে আপনার কি উচিত নয়, মাঠে আরও ভাল উদাহরণ তৈরি করা। আপনি কেন উইলিয়ামসন আউট হওয়ার পর কটু কথা বলেছেন। দর্শকদেরও কটু কথা বলেছেন। উত্তর না দিয়ে কোহলি উল্টো জানতে চান, ‘আপনি কী মনে করেন! সেটাই শুনি।’ সাংবাদিক : আমি আপনাকে প্রশ্ন করেছি। কোহলি : ঠিক আছে, আমি আপনার কাছে উত্তরটা জানতে চাই। সাংবাদিক : আপনার উচিত মাঠে আরও ভাল উদাহরণ তৈরি করা। কোহলি : আপনার বের করা উচিত আসলে কী হয়েছিল। এবং এ বিষয়ে ভাল প্রশ্ন করা। ঘটনাটা পুরোপুরি না জেনে প্রশ্ন করা ঠিক হয়নি আপনার। আর আপনি যদি একটা বিতর্ক তৈরি করতে চান, তাহলে বলব, এটা সঠিক জায়গা নয়। আমি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তার কোন সমস্যা নেই। ধন্যবাদ। সাংবাদিকদের সঙ্গে কোহলির তর্ক-বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পরেও সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিকদের ধুয়ে দিয়েছিলেন তিনি। ওয়েলিংটনে প্রথম টেস্টে ১০ উইকেটের পর ক্রাইস্টচার্চে ৭ উইকেটের হার। দীর্ঘ আট বছরে প্রথম হোয়াইটওয়াশের লজ্জায় পড়ে ভারত। সোমবার তৃতীয় দিনে কোহলিকে বেশ আগ্রাসী মেজাজেই দেখা গেছে। কিউই ব্যাটসম্যান আউট হওয়ার পর ঠোঁটে আঙুল দিয়ে গ্যালারির দিকে তাকিয়ে তিনি চুপ করতে বলার একটা ভঙ্গি করেছিলেন। কেবল ভঙ্গি করেই থামেননি; ভিডিওতে তাকে কিছু বলতেও দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাজে হারের পর অনেকেরই অবস্থান তার বিপক্ষে।
×