ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ম্যাথুস ফিরলেন ওয়ানডেতেও

প্রকাশিত: ১১:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২০

 ম্যাথুস ফিরলেন  ওয়ানডেতেও

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় দেড় বছর পর গত জানুয়ারিতে ভারত সফরে টি২০ দলে ফেরা এ্যাঞ্জেলো ম্যাথুস এবার ওয়ানডে দলেও জায়গা করে নিলেন। সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছর জুলাইয়ে, কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে। মাঝে বহুল আলোচিত পাকিস্তান সফর থেকে অবশ্য নিয়মিত খেলোয়াড়দের অনেকেই স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন। এবার ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকের দুটি সিরিজে তাদের অনেককেই ফেরানো হয়েছে। আছেন নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে, কুসল পেরেরা, নিরোশান দিকওয়েলা আর ধনঞ্জয়া ডি সিলভাও- এদের কেউ ওয়ানডে ও টি২০ খেলতে পাকিস্তানে যাননি। কলম্বোয় শনিবার প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। পরের দুই ম্যাচ ২৬ ফেব্রুয়ারি ও ১ মার্চ। ৪ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি২০ সিরিজ। পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেয়া লাহিরু থিরিমান্নে বাজে পারফর্মেন্সের কারণে বাদ পড়েছেন। পিঠের চোটে ছিটকে গেছেন দানুশকা গুনাথিলাকা, দলে এসেছেন শিহান জয়সুরিয়া। জ্বরের কারণে সিরিজের প্রথম ম্যাচ নাও খেলতে পারেন কিপার-ব্যাটসম্যান দিকওয়েলা। তার অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়াবেন কুসল পেরেরা। শ্রীলঙ্কা ওয়ানডে দল ॥ দিমুথ করুনারতেœ (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুসল পেরেরা, শিহান জয়সুরিয়া, নিরোশান দিকওয়েলা, কুসল মেন্ডিস, এ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদিপ ও লাহির কুমারা।
×