ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আজ একাদশে সুযোগ পাবেন আমলা?

প্রকাশিত: ১১:৫৫, ১০ জানুয়ারি ২০২০

আজ একাদশে সুযোগ পাবেন আমলা?

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছর আগস্টে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলা। এরপর সম্প্রতিই তিনি আবুধাবী টি১০ ও কাতার টি১০ লীগে খেলেছেন। আর দক্ষিণ আফ্রিকার টি২০ আসরে তিনি কেপটাউন ব্লিটজের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলতে এসেছেন খুলনা টাইগার্সের হয়ে। এটিই তার বিপিএলে প্রথম অংশগ্রহণ। কিন্তু এক ম্যাচ খেলার পরই তাকে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে। বিষয়টি নিয়ে খুলনার ইংলিশ কোচ জেমস ফস্টার বৃহস্পতিবার জানান, আমলার মতো ব্যাটসম্যানকে বসিয়ে রাখা ভাল না দেখালেও কম্বিনেশনের কারণেই তা করতে হয়েছে। তবে ফস্টারের বক্তব্যের পর মনে হচ্ছে আমলাকে আজ আবার একাদশে দেখা যেতে পারে। আমলা এর আগে কখনও বিপিএলে খেলেননি। বঙ্গবন্ধু বিপিএলের প্রায় শেষভাগে তাকে দলে টেনেছে খুলনা। সিলেট পর্বে একটি ম্যাচ খেলেছেন তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। কিন্তু ওপেনিংয়ে নেমে মাত্র ৮ রান করেই সাজঘরে ফিরে যান। সেই কারণে আমলাকে গত ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে দেখা যায়নি। আর দুই ম্যাচ বাকি খুলনার। এখন পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম, রাজশাহী রয়্যালস ও ঢাকা প্লাটুন প্লে-অফ নিশ্চিত করেছে। বাকি আরেকটি দল হবে খুলনা কিংবা কুমিল্লা। আজ কুমিল্লার বিপক্ষে ফিরতি ম্যাচে জিততে পারলেই প্লে-অফ নিশ্চিত হবে খুলনার। হেরে গেলে শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে জিততেই হবে। তাই আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ খুলনার জন্য। সেই ম্যাচে কি খুলনার একাদশে ফিরবেন আজ আমলা? বিষয় নিয়ে কোচ ফস্টার বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (তাকে দলের বাইরে রাখা কঠিন)। আপনি চেষ্টা করবেন দলের সঠিক কম্বিনেশন নিয়ে কাজ করতে।
×