ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মরিনহোর প্রশংসায় হ্যারি কেন

প্রকাশিত: ১১:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৯

মরিনহোর প্রশংসায় হ্যারি কেন

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব টটেনহ্যাম হটস্পার। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে অসাধারণ পারফর্ম করে তারা। কিন্তু ফাইনালে লিভারপুলের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায় তাদের। অন্যদিকে পয়েন্ট টেবিলের চারে থেকে প্রিমিয়ার লীগের ২০১৮-১৯ মৌসুম শেষ করে স্পার্শরা। কিন্তু সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা এবার ধরে রাখতে পারেনি টটেনহ্যাম। যে কারণেই মাউরিসিও পোচেত্তিনোকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। তার উত্তরসূরি হিসেবে জোশে মরিনহোকে নিয়োগ দেয় টটেনহ্যাম হটস্পার। স্পেশাল ওয়ানের অধীনে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালিস্টরা। মরিনহোর অধীনে প্রিমিয়ার লীগে ৭ ম্যাচ খেলে পাঁচটিতেই জয়ের দেখা পেয়েছে টটেনহ্যাম। এর ফলে পয়েন্ট টেবিলেও অগ্রগতি হয়েছে স্পার্শদের। লীগ টেবিলের পাঁচে উঠে এসেছে মরিনহোর দল। তাই স্পেশাল ওয়ানের পারফর্মেন্সে খুশি টটেনহ্যামের ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। শুধু তাই নয়, স্পেশাল ওয়ানের কাছ থেকে শিখতেও দারুণ আগ্রহ প্রকাশ করেছেন হ্যারি কেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পোচেত্তিনোর সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল। তাকে আমি অনেক অনেক সম্মানও করি। কিন্তু মরিনহো তার নিজস্ব স্টাইলে চলেন। সে কাজগুলো করে একেবারেই তার নিজস্ব রীতিতে। আমার জন্য এটাও দারুণ শিক্ষণীয় ব্যাপার। শীর্ষ পর্যায়ে আমার সম্পর্ক কেবল একজন কোচের সঙ্গে। তাই আমার জন্য এটা খুব ভাল অভিজ্ঞতাই বলতে পারেন। অনেক কিছুই শিখছি এখন। দেখছি কিভাবে আরেকজন কোচ কাজ করেন। মরিনহো আমাদের জগতের শীর্ষ পর্যায়ের একজন কোচ। তাই তার কাছ থেকে আমার অনেক কিছুই শেখার আছে।’ ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের পাঁচে থাকা টটেনহ্যামের সংগ্রহ ১৭ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট। তাদের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে চারে রয়েছে চেলসি। আগামী রবিবার এই চেলসির বিপক্ষেই মাঠে নামবে মরিনহোর দল। সেই ম্যাচে জয় পেলেই চেলসির সমান পয়েন্ট হবে স্পার্শদের। সেই ম্যাচের আগে হ্যারি কেনও দারুণ আত্মবিশ্বাসী। জানালেন এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন তারা। তবে নতুন কোচের অধীনে স্বরূপে ফেরার ইঙ্গিত দেয়া স্পার্শদের অভিজ্ঞ তারকা হ্যারি কেন পা অবশ্য মাটিতেই রাখছেন। সেই ম্যাচটা মরিনহোর জন্যও গুরুত্বপূর্ণ। কেননা এক সময় চেলসিরও যে কোচ ছিলেন স্পেশাল ওয়ান। চলতি মৌসুমে ইতোমধ্যেই ১৫ গোল করেছেন হ্যারি কেন। এর মধ্যে পাঁচ গোল এসেছে তার মরিনহোর দায়িত্ব গ্রহণের পর। হ্যারি কেন গত বছর রাশিয়া বিশ্বকাপেও নজর কাড়েন বিশ্ব ফুটবলের বিশেষজ্ঞদের। শেষ পর্যন্ত দল শিরোপা জিততে না পারলেও নিজে গোল্ডেন বুট জিতেছেন ঠিকই। হ্যারি কেনের একটা তথ্য হয়তো অনেকের কাছেই অজানা। ইংলিশদের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম যে স্কুলে পড়ালেখা করেছেন, হ্যারি কেনও সেই একই স্কুলে পড়েছেন। চিংফোর্ড ফাউন্ডেশন স্কুলে পড়ালেখা করেছিলেন তিনি। হ্যারি কেন সম্পর্কে ওই স্কুলের ইংরেজী শিক্ষক জানান, ‘ছোটবেলা থেকেই হ্যারি কেন খুব মেধাবী ও পরিশ্রমিক ছিলেন। আমরা যদি কোন খেলায় কোন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতাম, তাহলে বলতাম হ্যারির কাছে বল পাঠাও গোল আসবে।’ তবে ফুটবল দুনিয়ায় শুরুর দিকে লড়াই করতে হয়েছে হ্যারি কেনকে। আজকের হ্যারি কেন একসময় আর্সেনাল কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিলেন। এর ফলে রিডজি রোভারসের হয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ডেভিড বেকহ্যাম ও আন্দ্রোস টাউনসেন্ডও ওই ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে তাকে দলে নিতে চায়নি আর্সেনাল ও টটেনহ্যাম। ভাল খেললেও, অতিরিক্ত ওজনের জন্যই তাকে দলে নিতে চায়নি ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা দুটি ক্লাব। অথচ এখন সেই হ্যারি কেনই টনেটহ্যামকে টেনে নিচ্ছেন।
×