ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

করাচীতে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব বাংলাদেশকে

প্রকাশিত: ১০:০০, ৯ ডিসেম্বর ২০১৯

করাচীতে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব বাংলাদেশকে

স্পোর্টস রিপোর্টার ॥ উপমহাদেশে ইতিহাসের প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলা হয়েছে সম্প্রতিই। আর সেই মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ ও ভারত কলকাতার ইডেনে। তবে দিবারাত্রির টেস্ট গোলাপি বলে খেলা হয়ে থাকে, যেখানে প্রথম অভিজ্ঞতাটা দুর্বিষহই ছিল বাংলাদেশের। লজ্জাজনক হারের সেই দুঃসহ বেদনা ভুলে যেতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু কলকাতা টেস্টের রেশ না কাটতেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ঘরের মাটিতে আসন্ন সিরিজে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অথচ এখন পর্যন্ত আগামী জানুয়ারির শেষভাগে পাকিস্তান সফরটাই নিশ্চিত করেনি বিসিবি। তার আগেই করাচী টেস্ট কৃত্রিম আলোয় গোলাপি বলে খেলার প্রস্তাব এসেছে পিসিবির পক্ষ থেকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় আগামী বছর জানুয়ারির শেষে পাকিস্তান সফর রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা পরিস্থিতির দুরাবস্থায় পাক সফরে যাওয়া নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি বিসিবি। ইতোমধ্যেই অবশ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করে এসেছে। তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে বিসিবি। কিন্তু পিসিবি জানিয়ে দিয়েছে তাদের মাটিতেই সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। সিরিজে রয়েছে ২ টেস্ট ও ৩ টি২০ ম্যাচ। বিসিবি সফর নিশ্চিত না করলেও পিসিবি ইতোমধ্যে করাচীতে অনুষ্ঠিতব্য টেস্ট গোলাপি বলে খেলার প্রস্তাব দিয়েছে। গত মাসের শেষদিকে প্রথমবার দিবারাত্রির টেস্ট গোলাপি বলে খেলেছে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে মাত্র ২ দিন ও ৪৭ মিনিটেই ইনিংস ব্যবধানের লজ্জাজনক হার মেনেছে। সেই ভয়াল অভিজ্ঞতা ভোলার আগেই পিসিবি থেকে এমন প্রস্তাব এসেছে। কিন্তু বিসিবি জানিয়েছে, নিরাপত্তার বিষয়ে সরকার থেকে সবুজ সঙ্কেত না পেলে পাক সফরেই যাবে না বাংলাদেশ দল, প্রস্তাব করবে বাইরের কোন ভেন্যুতে খেলার। তবে পিসিবি জানিয়েছে তাদের দেশেই খেলতে হবে বাংলাদেশ দলকে। সেই পরিস্থিতির এখন পর্যন্ত সমাধান হয়নি। কিন্তু পিসিবি মূলত এ বিষয়ে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সম্প্রতিই পাকিস্তান সফরে গিয়ে শ্রীলঙ্কা দল ৩ ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলে আসায় এবং পুনরায় তারা ২ টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কারণে। বিসিবিও সেপ্টেম্বর মাসে বাংলাদেশ মহিলা দল ও অনুর্ধ-১৬ দলকে পাঠিয়েছিল। সব সিরিজ পাক ভূমিতে সাফল্যের সঙ্গে নির্বিঘ্নে শেষ হয়েছে। শেষ পর্যন্ত এই সফরে যেতে বিসিবি রাজি হলে তারপর গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলার বিষয়টি নিয়েও ভাবতে পারবে। কিন্তু পিসিবির দৃঢ় বিশ্বাস বাংলাদেশ দল পাক সফরে যাবে এবং তারপর দিবারাত্রির টেস্ট খেলাতেও রাজি করাতে সক্ষম হবে। কারণ উপমহাদেশে দ্বিতীয় দিবারাত্রির টেস্ট আয়োজন করতে বদ্ধপরিকর পাকরা। বাংলাদেশ দল মাত্র একটি গোলাপি বলের টেস্ট খেললেও পাকিস্তান দল খেলেছে ৪টি। এর মধ্যে সম্প্রতিই অস্ট্রেলিয়া সফরে এডিলেডে খেলেছে দিবারাত্রির টেস্ট। নিজেদের ইতিহাসে প্রথম গোলাপি বলের টেস্টে জয় পেয়েছিল পাকরা। ২০১৬ সালের অক্টোবরে দুবাইয়ে হওয়া সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে হারিয়েছিল। তবে বাকি ৩টিতেই টানা হেরেছে তারা বেশ প্রতিদ্বন্দ্বিতা করেই। অস্ট্রেলিয়ার কাছে ২০১৬ সালের ডিসেম্বরে ব্রিসবেনে ৩৯ রানে, ২০১৬ সালের অক্টোবরে দুবাইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৮ রানে এবং সর্বশেষ গত মাসের শেষে এডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৪৮ রানে পরাজিত হয় পাকরা। তবে দিবারাত্রির টেস্টে তারা যে বেশ অভিজ্ঞতা অর্জন করেছে তা নিশ্চিত। আর একমাত্র গোলাপি বলের টেস্ট খেলে ইনিংস ও ৪৬ রানে পরাজিত হয়ে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ। এসব ভাবনা মাথায় রেখেও শেষ পর্যন্ত পাক সফরে যেতে রাজি হলেও আবার দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হবে কিনা বিসিবি তা সময় গেলেই বোঝা যাবে।
×