ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পিএসএলে দল পেলেন না বাংলাদেশের কোন ক্রিকেটার

প্রকাশিত: ১১:৫১, ৮ ডিসেম্বর ২০১৯

পিএসএলে দল পেলেন না বাংলাদেশের কোন ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ। ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পরও আইসিসির এ্যান্টি করাপশন ইউনিটকে না জানানোর অপরাধে নিষিদ্ধ হয়েছেন। সাকিব স্বাভাবিকভাবেই আগামী বছর ২৯ অক্টোবর পর্যন্ত ক্রিকেটই খেলতে পারছেন না। কোন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলারও কথা নয়। কিন্তু তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদদের সেই সুযোগ আছে। তবে এজন্য আগে দল তো পেতে হবে। পাকিস্তান সুপার লীগেই (পিএসএল) যেমন বাংলাদেশের কোন ক্রিকেটারকেই কোন দলে নেয়া হয়নি। দল না নিলে খেলবেন কি করে। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) পঞ্চম আসর। পিএসলকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছিলেন ২৩ বাংলাদেশী ক্রিকেটার। কিন্তু প্লেয়ার্স ড্রাফটে ২৩ জনের একজনও দল পাননি। প্লেয়ার্স ড্রাফটে তিন ক্যাটাগরিতে নাম লেখান বাংলাদেশ ক্রিকেটাররা। ডায়মন্ড ক্যাটাগরিতে ওপেনার তামিম ইকবাল, অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন নাম লেখান। গোল্ড ক্যাটাগরিতে আফিফ হোসেন ধ্রুব, আবুল হাসান রাজু, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন, অলক কাপালী, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ নাম লেখান। সিলভার ক্যাটাগরিতে ফরহাদ রেজা, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলি, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ সাইফ হাসান নাম লেখান। সবারই কপাল খারাপ। একজনকেও কোন দল টানেনি। ডায়মন্ড ক্যাটাগরিতে চার, গোল্ড ক্যাটাগরিতে দশ ও সিলভার ক্যাটাগরিতে নয় থাকলেও কেউই দল পাননি।
×