ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন সৌরভ

প্রকাশিত: ১২:০৩, ২৪ নভেম্বর ২০১৯

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন সৌরভ

স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে ॥ শুক্রবার ইডেন টেস্টের উদ্বোধনী দিনে উপস্থিত থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার ধন্যবাদ জানান গাঙ্গুলী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ম্যাচে উপস্থিতও থাকবেন বলে জানান গাঙ্গুলী। আরও অনেক বিষয়েই কথা বলেন তিনি। তার সারসংক্ষেপ তুলে ধরা হলো। প্রশ্ন ॥ আয়োজন ঠিকঠাক হবে কিনা তা নিয়ে চিন্তা ছিল? সৌরভ গাঙ্গুলী ॥ না, না, চিন্তা না। একটু ব্যস্ত থাকতে হয়েছে। যেন সবকিছু ঠিকঠাক হয়। প্রশ্ন ॥ এই ম্যাচই কী সেরা মাইলস্টোন বলতে পার? গাঙ্গুলী ॥ আসলে কিছু মেটার করে না। ২০১৬ সালে পাকিস্তান ম্যাচটাও বড় ম্যাচ ছিল। প্রশ্ন ॥ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আসছেন... গাঙ্গুলী ॥ উনাকে অনেক অনেক ধন্যবাদ। এক কথায় চলে আসছেন। অনেক ধন্যবাদ। প্রশ্ন ॥ সম্পর্ক খুবই ভাল... গাঙ্গুলী ॥ আমার সঙ্গে অনেকদিন ধরেই উনার সম্পর্ক আছে এবং সেটি খুবই ভাল। ২০০০ সালে যখন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়, তখন প্রথম প্রধানমন্ত্রী হন। তখন থেকেই উনার সঙ্গে আমার ভাল সম্পর্ক। প্রশ্ন ॥ আমাদের প্রথম টেস্ট দলটার ক্রিকেটাররাও নিশ্চয়ই অনেক খুশি... গাঙ্গুলী ॥ হ্যাঁ। ওরা প্রথম টেস্টেই অসাধারণ খেলেছিল। ৪০০ রান করেছিল। প্রশ্ন ॥ বিরাটের অসাধারণ একটা ইনিংস, গোলাপি বলে প্রথম সেঞ্চুরি... গাঙ্গুলী ॥ সে হচ্ছে ‘রান মেশিন’। প্রশ্ন ॥ সাবেক উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার বলেছে যে বোর্ডে এতদিন পর ঠিক ব্যক্তি এসেছে যে সৎ, প্রিন্সিপাল থেকে কোনভাবে সরে যায় না, তরতাজা হওয়া যেন এভাবেই চলতে থাকে... গাঙ্গুলী ॥ এত কিছু ভাবিনি। এতদূর ভাবিনি এখনও। হবে আসতে আসতে। প্রশ্ন ॥ সাবেক ক্রিকেটারদের আরও বেশি করে যুক্ত করার চেষ্টার কথা বলেছ... গাঙ্গুলী ॥ হবে, সব হবে আসতে আসতে। প্রশ্ন ॥ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যে ম্যাচটি হবে, থাকবেন? গাঙ্গুলী ॥ আমরা উনাকে (প্রধানমন্ত্রীকে) বাবার ছবি দিয়েছি সোনায় মোড়ানো। তোমাদের শতবার্ষিকী নিয়ে অনেক বড় উৎসব হচ্ছে। আমি জানি। দুটো ম্যাচও হবে, বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে। আমি যাব। আমি অবশ্যই যাব। প্রশ্ন ॥ গোলাপি বল সব জল্পনা ভুল প্রমাণ করল কী? গাঙ্গুলী ॥ খেলা দেখলে তো। লাল বলের চেয়ে সহজ গোলাপি বলে খেলা। প্রশ্ন ॥ বাংলাদেশ ওয়ানডেতে খুব ভাল খেলছে, টেস্টে দেখার পর কী মনে হচ্ছে? গাঙ্গুলী ॥ দেখ অনেকগুলো ক্রিকেটার নেই। চার পাঁচজন আসল ক্রিকেটার নেই তো। তাই এমন হচ্ছে।
×