ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শফিউল-বিপ্লবের দারুণ বোলিং

প্রকাশিত: ১০:০২, ৪ নভেম্বর ২০১৯

শফিউল-বিপ্লবের দারুণ বোলিং

শাকিল আহমেদ মিরাজ ॥ ‘হিটম্যান’ রোহিত শর্মাকে থামানো গেছে, ভারতকে তবু চ্যালেঞ্জিং সংগ্রহের আগে থামানো যায়নি। দিল্লীতে রবিবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তুখোড় দুই ওপেনার রোহিত আর শিখর ধাওয়ান কিন্তু শুরুতে ঝড় তুলতে পারেননি। তাদের ভালমতোই আটকে রাখেন বাংলাদেশী বোলাররা। ৫ বলে ৯ রানের পথে দুটি চার হাঁকিয়েছিলেন অধিনায়ক রোহিত। বিপজ্জনক হয়ে ওঠার আগে তাকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন পেসার শফিউল ইসলাম। হালের আলোচিত লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও দারুণ বোলিং করেন। ফলে পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৫ রানের বেশি তুলতে পারেনি ভারত। ওপেনার ধাওয়ান একপ্রান্ত ধরে রাখলেও অপরপ্রান্তে বিপ্লবের স্পিনে ধরাশায়ী হন দুই হার্ডহিটার লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। ১৭ বলে ২ চারে ১৫ রান করে মাহমুদুল্লাহর হাতে তালুবন্দী হয়ে ফেরেন রাহুল। আর ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় ২২ রান করে নাইম শেখের হাতে ক্যাচ তুলে দেন আইয়ার। ১১ ওভারে ৩ উইকেটে ৭৩ রান তোলে ভারত। ধাওয়ানের সঙ্গে যোগ দেন ঋষভ পন্থ। এ জুটি দেখে-শুনে এগোচ্ছিলেন। ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙ্গে ধাওয়ানের রানআউটে। মাহমুদুল্লাহর বল মিডউইকেটে ঠেলে দ্রুততার সঙ্গে প্রথম রান নিয়ে দ্বিতীয়বার দৌড়ে ছিলেন পন্থ। কিন্তু ধাওয়ান স্ট্রাইকিং-এন্ডে ফেরার আগেই মাহমুদুল্লাহর দারুণ থ্রো ধরে উইকেট ভেঙ্গে দেন উইকেটরক্ষক মুশফিকুর রহীম। ৪২ বলে ৩ চার ও ১ ছক্কায় ভারত ওপেনারের ইনিংসটি থামে ৪১ রানে। ৪ বল খেলে রানের খাতা খোলা অভিষিক্ত শিভম দুবেকে (১) দারুণ দক্ষতায় নিজের বোলিংয়ে ফিরতি ক্যাচে পরিণত করেন আফিফ হোসেন ধ্রুব। ১৫তম ওভারে দলীয় ১০২ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিক ভারত। এরপরও ভয় ছিল ক্রিজে থাকা পন্থ। নিজের শেষ স্পেলে ফিরে পন্থকে তুলে নেন শফিউল। ২৬ বলে ৩ চারে ২৭ রান করে নাইম শেখের হাতে ধরা পড়েন হার্ডহিটার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শেষদিকে ক্রুনাল পান্ডিয়ার ৮ বলে ১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৫ এবং ওয়াশিংটন সুন্দরের ২ ছক্কায় ৫ বলে অপরাজিত ১৪ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত। বাংলাদেশের হয়ে শফিউল ৪ ওভারে ৩৬ রানে ২, আমিনুল ৩ ওভারে ২২ রানে ২টি এবং আফিফ ৩ ওভারে ১১ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। দিল্লীর বায়ু দূষণের কারণে আলোচিত ম্যাচে এর আগে টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। ব্যক্তিগত কারণে তামিম ইকবাল আগেই ছুটি নিয়েছিলেন। সফরের আগ মুহূর্তে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় কেঁপে ওঠে টাইগার ক্রিকেট। বাজিকরের কাছ থেকে ক্রমাগত ‘নক’ নক পাওয়া সত্ত্বেও সেটি নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বা নিজ বোর্ড বিসিবিকে অবগত না করার দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হন বড় তারকা। দিল্লীর বায়ু দূষণের পাশাপাশি যা ব্যাপক আলোড়ন তৈরি করে। এদিন তাই টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০ বছর বয়সী তরুণ বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখের। তিন পেসার মোস্তাফিজুর রহমান, শফিউল ও আল-আমিন হোসেনের সঙ্গে সুযোগ পান লেগস্পিনিং অররাউন্ডার আমিনুল। ছিলেন আরেক তরুণ আফিফ হোসেনও। অন্যদিকে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির বিশ্রামে রোহিত শর্মার নেতৃত্বে ভারতের হয়ে অভিষেক হয় শিভম দুবের।
×