ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাফুফে সেরা ৬ ফুটবলারকে পাঠাবে ম্যানচেস্টার সিটিতে

প্রকাশিত: ০৮:৩৭, ২৪ অক্টোবর ২০১৯

 বাফুফে সেরা ৬ ফুটবলারকে পাঠাবে ম্যানচেস্টার সিটিতে

স্পোর্টস রিপোর্টার ॥ গত সেপ্টেম্বরের মাঝমাঝিতে শুরু হয়েছিল ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনুর্ধ-১৭ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ’। আটটি বিভাগের আটটি জোনে সারাদেশের ২৭২টি স্কুলের এতে অংশ নেয়। পার্টনার হিসেবে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর স্পন্সর স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। আট বিভাগের চ্যাম্পিয়ন এবং রানার্সাপ মিলিয়ে মোট ১৬টি স্কুল দলকে নিয়ে গত ২২ অক্টোবর থেকে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়ে গেছে ফাইনাল রাউন্ডের খেলা। আগামী ২৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল এবং ৩০ অক্টোবর হবে ফাইনাল খেলা। সেমিফাইনাল এবং ফাইনালের মোট তিনটি ম্যাচই ঢাকার বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, অ-১৮ বাংলাদেশ দর এবং বাফুফে একাডেমির ব্রিটিশ কোচ এ্যান্ড্রু পিটার টার্নার, বাফুফের স্থানীয় কোচ মাহবুব আলম পোলো এবং মোস্তফা আনোয়ার পারভেজ। পারভেজ বলেন, ‘এই আসর থেকে আমরা বেশকিছু প্রতিভাবান ফুটবলারকে খুঁজে পেয়েছি। এটা এমন এক টুর্নামেন্ট, যারা ভাল খেলে নজর কাড়তে পারবে, তারা জাতীয় দলের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেতে পারে। এতে জাতীয় দলের পাইপলাইন আরও মজবুত হবে।’ টার্নার বলেন, ‘এটা একটি চমৎকার উদ্যোগ বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেয়ার। পোলো এবং পারভেজকে অশেষ ধন্যবাদ তারা বিভিন্ন ভেন্যু ঘুরে, খেলা দেখে ট্যালেন্ট ফুটবলারদের বাছাই করার জন্য।’ সোহাগ বলেন, ‘বাফুফে এই আসর থেকে ৩৬ ফুটবলারকে বাছাই করবে। তাদের বিকেএসপিতে রেখে তিন সপ্তাহের ট্রেনিং দেয়া হবে। তারপর সেখান থেকে ছয় পজিশনের ছয় ফুটবলারকে বাছাই করে তাদের এক সপ্তাহের জন্য উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে। সেখানে তারা ট্রেনিং নেয়ার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানসিটির হোম ভেন্যুতে গিয়ে একটি লিগ-ম্যাচ উপভোগেরও সুযোগ পাবে।’ সোহাগ আরও জানান, বাকি ৩০ জনেরও সুযোগ থাকবে বাফুফের একাডেমি দলে সুযোগ করে নেয়ার। আর ম্যানচেস্টারে ৬ জনের বেশি পাঠানো যাচ্ছে না, তার কারণ পর্যাপ্ত অর্থের অভাব। গত বছরও এরকম ছয় কিশোর ফুটবলারকে শ্রীলঙ্কায় পাঠানোর উদ্যোগ নিয়েছিল বাফুফে। কিন্তু সেটা হয়নি শ্রীলঙ্কায় সন্ত্রাসী কার্যকলাপ শুরু হওয়াতে।
×