ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টি২০ দলে নেই ধোনি

প্রকাশিত: ০৯:৩৫, ৩১ আগস্ট ২০১৯

 টি২০ দলে নেই ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ মহেন্দ্র সিং ধোনি। বিনা বিতর্কে ভারতীয় ক্রিকেটের চলমান কিংবদন্তি। ২০০৭ প্রথম টি২০ বিশ্বকাপেই বাজিমাত করার পর ২০১১ সালে দেশকে ওয়ানডের শিরোপা জেতান ক্যাপ্টেন কুল। বয়স ৩৮ পূর্ণ করেছেন। ফর্মের একটু ঘাটতি হলেই তৈরি হচ্ছে সমালোচনা। অনেকে ভেবেছিলেন বিশ্বকাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন দেশটির সফলতম অধিনায়ক। কিন্তু তেমন কিছু হয়নি। ভারতীয় সেনাবাহিনীর অনারারি ক্যাপ্টেন হিসেবে কাশ্মীরে ট্রেনিংয়ের জন্য ছুটিতে থাকায় চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের টি২০ এবং ওয়ানডে দুটি সিরিজই মিস করেছেন। কিন্তু ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজের জন্য তাকে বিবেচনাই করেনি টিম ইন্ডিয়ার সিলেকশন কমিটি। তাহলে কি ভারতের হয়ে টি২০ বিশ্বকাপ, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়কের শেষের ঘণ্টা বাজছে। স্থানীয় সংবাদমাধ্যমের অনুমান, ঘরের মাটিতে আগামী মাসের মাঝামাঝি শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ওয়ানডে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানবেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৫ বিশ্বকাপের পর থেকেই ব্যাটটা আর আগের মতো চলছে না ধোনির। ক্রিকেট বিশ্বের সেরা ফিনিশার খ্যাত এই উইকেটকিপার ব্যাটসম্যান এই সময় অনেক ম্যাচেই নিজের জাদুকরী হাত দিয়ে দিতে পারেননি ফিনিশিং। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও আশানুরূপ খেলতে পারেননি মাহী। এরপর থেকেই জোরেশোরে ওঠে তার অবসরের কথা। অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই ক্রিকেটকে বিদায় জানাবেন ধোনি। আসন্ন ওই সিরিজের টি২০ স্কোয়াডে জায়গা হলো না ধোনির। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে একটি মাত্র পরিবর্তন এনেছে ভারত। পেসার ভুবেনশ্বর কুমারের পরিবর্তে দলে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ধোনির পরিবর্তে এবারও উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন তরুণ ঋষভ পন্থ। এদিকে টি২০ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের কথা চিন্তা করেই বুমরাহকে টি২০তে বিশ্রামে রাখা হয়েছে। পেস বিভাগে রয়েছেন নবদ্বীপ সাইনি, দীপক চাহার ও খলিল আহমেদ। তিনজনে সর্বমোট ১১টি টি২০ ম্যাচ খেলেছেন। দুই তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল-কুলদীপ যাদবকেও বিশ্রাম দেয়া হয়েছে। তই ভারতের স্পিন সামলানোর দায়িত্ব থাকছে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা-ক্রুনাল পান্ডিয়া, অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ও লেগস্পিনার রাহুল চাহারের ওপর। ভারত টি২০ দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), মানীষ পান্ডে , শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, হারদিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর এবং রাহুল চাহার।
×