ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টাইগারদের মোকাবেলায় প্রস্তুত হচ্ছে আফগানরা

প্রকাশিত: ০৮:৫৮, ২৬ আগস্ট ২০১৯

 টাইগারদের মোকাবেলায় প্রস্তুত হচ্ছে আফগানরা

স্পোর্টস রিপোর্টার ॥ আরমাত্র নয়দিন বাকি। এরপরই ৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। এ টেস্ট খেলতে এরই মধ্যে আবুধাবীতে প্রস্তুত হচ্ছেন আফগানরা। টেস্টে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত রশীদ খানের নেতৃত্বে থাকা দল আফগানিস্তান। প্রথমবারের মতো আফগানিস্তানের অধিনায়ক হওয়া রশীদ নিজেও এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন। তিনি বলেছেন, ‘আমরা প্রস্তুত বাংলাদেশের চ্যালেঞ্জ গ্রহণ করতে।’ বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট খেলবে আফগানিস্তান। ২০১৭ সালের জুনে টেস্ট মর্যাদা পাওয়ার পর গত বছর ভারত ও এ বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছে আফগানরা। ভারতের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে হেরেছে। আইরিশদের হারিয়েছে। এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। আবুধাবীতে এখন প্রস্তুতি চললেও ৩০ আগস্ট বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। যেহেতু চট্টগ্রামে টেস্টটি হবে। তাই চট্টগ্রামেই ঘাঁটি গাড়বে। বাংলাদেশের আবহাওয়া এখন গরম। তাই হোমগ্রাউন্ড বানিয়ে ফেলা ভারতের দেরাদুনে অনুশীলন না করে প্রচন্ড গরম কন্ডিশনে আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের অনুশীলন চালাচ্ছে আফগানিস্তান দল। বিশ্বকাপের পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দিয়েই আবার মাঠের খেলায় ফিরবে আফগানিস্তান। ইংল্যান্ড বিশ্বকাপে যাচ্ছে তাই খেলেছে আফগানিস্তান। হুঙ্কার দিয়ে একটি ম্যাচেও জিততে পারেনি। দলের মধ্যে ছিল দ্বন্দ্বও। তা স্পষ্টও হয়েছে। পারফর্মেন্সে তার প্রভাবও পড়েছে। আর তাই নতুন করে দল সাজিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর দলে আমূল পরিবর্তনও আনা হয়েছে। তিন ফরমেটেই অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে রশীদ খানকে। নিজের নেতৃত্বে প্রথম টেস্ট। রশীদ তাই মুখিয়ে আছেন। বলেছেন, ‘আমরা জানি বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশকে হারানোটা কতটা কঠিন। কারণ দেশের মাটিতে বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষ। কাজেই আমাদের কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে তাতে কোন সন্দেহ নেই। আর সে জন্যই আমরা নিজেদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। কারণ বাংলাদেশে গিয়ে ভাল করতে হলে নিজেদের সেরা হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই।’ টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। কিন্তু দলে তরুণের ছড়াছড়ি। রশীদের নেতৃত্বে তরুণদের প্রাধান্য দিয়েই টেস্ট দল গড়া হয়েছে। ১৫ সদস্যের টেস্ট দল নিয়ে বাংলাদেশে আসবে আফগানিস্তান। দলে রয়েছেন রশীদ খান, ইহসানউল্লাহ জানাত, জাভিদ আহমাদি, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, কাইস আহমেদ, সৈয়দ আহমদ শিরজাদ, ইয়ামিন আহমদজাই, জহির খান পাকতেন, আফসার জাজাই ও শাপুর জাদরান। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন টেস্ট খেলার অপেক্ষায় থাকা ইব্রাহিম জাদরান, কাইস আহমদ, সৈয়দ আহমদ শিরজাদ, জহির খান পাকতেন ও শাপুর জাদরান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে এ কয়েকজন ক্রিকেটারের অভিষেকও হয়ে যেতে পারে। ২২ আগস্ট আবুধাবীতে অনুশীলন শুরু করেছে আফগানিস্তান। ২৯ আগস্ট পর্যন্ত অনুশীলন ক্যাম্প চলবে। ৩০ আগস্ট আবুধাবী থেকে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। ১ ও ২ সেপ্টেম্বর চট্টগ্রামে দুইদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে। টেস্ট দলে ব্যাপক রদবদলও এনেছে আফগানিস্তান। বাদ পড়েছেন সম্প্রতি বোর্ড থেকে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। জায়গা মেলেনি তারকা স্পিনার মুজিব উর রহমানেরও। বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দেয়া গুলবাদিন নাইব টেস্ট স্কোয়াডে নেই। টেস্টে আফগানিস্তান নিজেদের প্রমাণ করতে চায়। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটিকে তাই বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। আবুধাবীতে পুরোদমে চলছে অনুশীলন। রশীদ বলেন, ‘এর আগে আমরা ভারতের দেরাদুনে ট্রেনিং ক্যাম্প করতাম। বাংলাদেশের আবহাওয়া অনেক গরম, তাই আমরা এমন গরম আবহাওয়ার একটা জায়গা খুঁজছিলাম। এবার আবুধাবীকে বেছে নিয়েছি। এই ক্যাম্প আমাদের বাংলাদেশ সফরে কাজে দেবে।’ সঙ্গে যোগ করেন, ‘জাতীয় দলের অধিনায়ক হওয়া অনেক বড় ব্যাপার, অনেক সম্মানের। এটা যে কোন ক্রিকেটারের স্বপ্ন থাকে। আমাদের ক্রিকেট বোর্ড একটা দীর্ঘ সময়ের চিন্তা করছে। বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমার পারফর্ম দিয়ে পূরণ করার চেষ্টা করব। অধিনায়কের দায়িত্ব পালন করাটা সবসময় সহজ হয় না। দলের দায়িত্ব পালনের পাশাপাশি আমি নিজের পারফর্মটাও ধরে রাখতে চাই। আসল ব্যাপার হলো ক্রিকেটকে আরও বেশি উপভোগ করতে চাই। আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইবদের মতো সিনিয়র ক্রিকেটাররা আমাকে মাঠের কাজে সহায়তা করবে। আমরা একটা দল হিসেবেই বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা আমাকে বাড়তি শক্তি যোগাবে।’
×