ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আনসারের ক্রীড়াবিদদের প্রাইজমানি

প্রকাশিত: ১১:৫৯, ২৪ জুলাই ২০১৯

আনসারের ক্রীড়াবিদদের প্রাইজমানি

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ সালে দেশে ও বিদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনা পাঁচ শতাধিক ক্রীড়াবিদদের প্রায় ৪৫ লাখ টাকার প্রাইজমানি দিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২৯টি প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রীড়া দল ১৬০ স্বর্ণ, ৯৬ রৌপ্য ও ৯০ তাম্রপদক জেতে। এর মধ্যে ২০টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, পাঁচটিতে রানার্সআপ এবং একটিতে তৃতীয় ও তিনটিতে চতুর্থ হয়। এছাড়া জাপানের টোকিও ২০২০ অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশের অন্যতম সেরা তীরন্দাজ রোমান সানা, গৌহাটি সাউথ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং সদ্য সমাপ্ত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন শাপলা আক্তারের হাতে প্রাইজমানি তুলে দেয়া হয়। মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেন, ‘অনেক ক্রীড়াবিদই ভাতা সৈনিক হিসেবে কাজ করছেন।
×