ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপেও ছক্কার রাজা ক্রিস গেইল

প্রকাশিত: ১০:৪১, ২ জুন ২০১৯

 বিশ্বকাপেও ছক্কার রাজা ক্রিস গেইল

শাকিল আহমেদ মিরাজ ॥ ঝড়ের নাম ক্রিস হেনরি গেইল। ব্যাট হাতে গেইল মানে চার-ছক্কার ফুলঝুরি। বিশ্বের যতবড় বোলারই হোন, হাওয়ায় ভাসিয়ে বল সীমানা ছাড়া করেও অভিব্যক্তিশূন্য জ্যামাইকান টর্নেডো- ভাবটা যেন এ আর এমন কি! টেস্ট, ওয়ানডে, টি২০ মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ছক্কায় শহীদ আফ্রিদিকে (৪৭৬) ছাড়িয়ে রেকর্ডটা আগেই নিজের করে নিয়েছিলেন গেইল (৫২০)। এবার বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ছক্কার সিংহাসনে বসলেন ৩৯ বছর বয়সী ‘ইউনিভার্স বস’। গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। পরশু পাকিস্তানকে গুঁড়িয়ে দেয়ার দিনে ৩৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ রানে আউট হন গেইল। বিশ্বকাপে এখন তার মোট ছক্কা ৪০টি। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া এবি ডি ভিলিয়ার্সের ৩৭। ৩১, ২৯ ও ২৮টি করে ছক্কায় পরের তিনটি স্থানে রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম ও হার্সেল গিবস। সবাই সাবেক। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ মাত্র নিজেদের প্রথম ম্যাচ খেলল। সুতরাং ধুন্ধুমার গেইল নিজের রেকর্ডটাকে কত উচ্চতায় নিয়ে যান সেটিই দেখার অপেক্ষা। জয়ের জন্য মাত্র ১০৬ রানের টার্গেট। ইনিংসের দ্বিতীয় ওভারেই গেইল ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, ছক্কার জন্য খুব বেশি সময় অপেক্ষায় রাখবেন না। পরপর দুই বলে হাসান আলীকেই দুই চার মেরে ঝড় শুরু করেন। অপেক্ষা মিটিয়ে দিয়েছেন হাসান আলীর পরের ওভারেই। পরে ওয়াহাব রিয়াজকে মেরেছেন আরও একটি ছক্কা। শেষ পর্যন্ত সেই ঝড় থেমেছে মোহাম্মদ আমিরের বলে, তবে ততক্ষণে ছক্কার রেকর্ড এবং হাফ সেঞ্চুরি দুটোই তুলে নিয়েছেন। ঝড়টা হাসান আলীর ওপর দিয়েই বেশি গেছে, মোট ৯ বাউন্ডারির (চার-ছক্কা) ৬টিই মেরেছেন এই পাকিস্তানী পেসারকে। এদিনের ৩ ছক্কাসহ বিশ্বকাপে মোট ২৭ ম্যাচে গেইলের মোট ছক্কা ৪০টি। যাকে পেছনে ফেলেছেন গেইল, সেই ডি ভিলিয়ার্স ৩৭ ছক্কা মেরেছেন ২৩ ম্যাচে। সবচেয়ে বেশি ছক্কার তালিকায় গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াও নাম আছে আরও বেশ কয়েকজন মহারথীর। ৪৬ ম্যাচে ৩১ ছক্কায় তৃতীয় স্থানে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। পরের স্থানে আছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৩৪ ম্যাচে ২৯ ছক্কা নিয়ে তিনি আছেন চার নম্বরে। বিশ্বকাপে ২৫ ম্যাচে ২৮ ছক্কা নিয়ে তালিকায় হার্শেল গিবস আছেন পাঁচে, ২৭টি করে ছক্কা হাঁকিয়ে তার পেছনে শচীন টেন্ডুলকর ও সনাথ জয়সুরিয়া। শচীনের ওপেনিং সঙ্গী সৌরভ গাঙ্গুলী ২৫ ছক্কা নিয়ে আছেন সাত নম্বরে। সেরা দশের বাকি তিনটি নাম এ্যাডাম গিলক্রিস্ট, স্কট স্টাইরিস ও শেন ওয়াটসন। টেস্টে গেইলের ছক্কা ৯৮টি। আন্তর্জাতিক টি২০তে ১০৫। ১০৩ ছক্কায় সেখানে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। পরের তিনটি স্থানে রোহিত শর্মা (১০২), কলিন মুনরো (৯২) ও ম্যাককালাম (৯১)। তবে ৩৫১ ছক্কায় ওয়ানডেতে এখনও সবার ওপরে শহীদ আফ্রিদি, ৩১৭ ছক্কায় দ্বিতীয় স্থানে থাকা গেইল আগেই ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। এবারে আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে বিশ্বকাপে পা রেখেছেন আন্দ্রে রাসেল (সর্বাধিক ছক্কা)। বিশ্বকাপে মূল লড়াইয়ের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এভিন লুইসের সেঞ্চুরির ওপর ভর করে স্কোর বোর্ডে ৪২১ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেদিন ২৫ বলে ৫৪ রান করেছিলেন মাসলম্যান রাসেল। বিশ্বকাপে প্রতিপক্ষ বোলারদের জন্য দুই ক্যারিবিয়ান কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সংবাদমাধ্যম যখন এমন আলোচনায় যুক্ত গেইল তখন নিজের স্টাইলে বলেছিলেন, ‘অবশ্যই আমি ইউনিভার্স বস! কোন সন্দেহ নেই! ঝড়ো ব্যাটিং কিভাবে করতে হয় সেটা আমিই প্রথম দেখিয়েছি সবাইকে। তবে ঝড়ো ব্যাটিংয়ের দিক দিয়ে রাসেলও যে খুব বেশি পিছিয়ে তা কিন্তু নয়। বোলাররা রাসেলকেও অনেক ভয় পায়।’ ইদানীং রাসেলের ছক্কাগুলোই কি বেশি বড় হচ্ছে?, ‘এখানেও আমি আমার নামই বলব। এটা সত্যি যে রাসেল সর্বশক্তি দিয়ে মারে তাই ওর ছক্কাগুলো তাড়াতাড়ি বাউন্ডারি পার হয়, তবে বেশিরভাগ সময় ওর ছক্কাগুলো হয় ফ্ল্যাট, বেশি উঁচুতে ওঠে না। আমার ছক্কাগুলো সাধারণত আরও বড় বড় হয়, বাতাসে বেশিক্ষণ ধরে থাকে!’
×