ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কোপায় নেই মার্সেলো

প্রকাশিত: ০৯:২৩, ১৯ মে ২০১৯

 কোপায় নেই মার্সেলো

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৪ জুন থেকে শুরু হবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। এবারের আয়োজক দেশ ব্রাজিল। ঘরের মাটিতে লাতিন আমেরিকার সর্বোচ্চ আসর কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন দেশটির অভিজ্ঞ কোচ তিতে। ইনজুরি কাটিয়ে এই দলে ফিরেছেন নেইমার। তবে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলোর। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও জায়গা পাননি ব্রাজিল দলে। পায়ের ইনজুরির কারণে গত মার্চে পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি নেইমার। গত জানুয়ারিতে ফ্রেঞ্চ লীগ ওয়ানের ম্যাচে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। তবে ইনজুরি কাটিয়ে গত মাসেই মাঠে ফিরেন তিনি। মোনাকোর বিপক্ষে সেই ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে নজরও কাড়েন সেলেসাওদের এই তারকা ফুটবলার। ধীরে ধীরে হারানো ছন্দও ফিরে পেয়েছেন তিনি। এই সময়ের মধ্যে পিএসজির হয়ে ৫০তম গোলের মাইলফলকও স্পর্শ করেন বার্সিলোনার সাবেক এই সান্তোস ফরোয়ার্ড। এবার জাতীয় দলেও ফিরলেন নেইমার। একের পর এক ইনজুরির সঙ্গে মাঠের বাইরের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নানা সমালোচনায় বিদ্ধ নেইমার। সেই সঙ্গে ক্লাব ফুটবলে নিষেধাজ্ঞাও আছে তার নামের পাশে। সব ছাপিয়ে কোপা আমেরিকায় নতুন উদ্যমে শুরু করতে চান ব্রাজিল অধিনায়ক। পারবেন কী বর্তমান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার? ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। এদিকে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা মার্সেলোর সময়টা ভাল যাচ্ছে না। নিজেকে হারিয়ে খুঁজে ফেরা এই ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের হয়ে একাদশেই জায়গা পাচ্ছেন না। সে ধারায় এবার বাদ পড়লেন জাতীয় দল থেকেও। অবশ্য পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও ছিলেন না তিনি। তবে দলে ডাক পেয়েছেন নিজের সেরা সময় পার করে আসা ফিলিপে লুইস। আরও আছেন জুভেন্টাসের এ্যালেক্স সান্দ্রো। ফলে বেশ কিছু তরুণ লেফটব্যাকের কপাল পুড়েছে। দলে ঢুকতে পারেননি সেভিয়ার গিলের্মে আরানা, পোর্তোর এ্যালেক্স তেয়েস ও বেয়ার লেভারকুসেনের ওয়েনডেল। বিশেষ করে পোর্তোর হয়ে এ মৌসুমে দুর্দান্ত খেলেছেন তেয়েস। যে কারণে অনেকেই ভেবেছিলেন কোপায় হয়তো জায়গা পাবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিতের মনে ঠাঁই হয়নি তার। কোপা আমেরিকায় রেকর্ড আটবার শিরোপা জিতেছে ব্রাজিল। সর্বশেষ এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে সেই ২০০৭ সালে। ব্রাজিল দলে রোনাল্ডো, রোনালদিনহো, রিভালদোদের সূর্য তখন অস্তমিত। তাও সেবার কোপা আমেরিকার শিরোপা জিততে বিশেষ কোন সমস্যা হয়নি ব্রাজিলের। সেই দলে ছিলেন রবিনহো, দানি আলভেস, মাইকন ও জিলবার্তো সিলভার মতো তারকারা। গত ১২ বছরে কোপার শিরোপা আর ব্রাজিলের হাতে ধরা দেয়নি। তবে এবার এক যুগের শিরোপা আক্ষেপ ঘোচাতে মরিয়া সেলেসাওরা। নবম কোপা জয়ের উদ্দেশ্যেই শুক্রবার দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দক্ষিণ আমেরিকায় চিলির আধিপত্য শেষ করে ও আর্জেন্টিনার চোখরাঙানি উপেক্ষা করে নেইমাররা কি কোপার শিরোপা ঘরে তুলতে পারবেন? সে প্রশ্নের উত্তর জানা যাবে জুলাই মাসের ৭ তারিখে। কোপা আমেরিকায় এবার এ গ্রুপে খেলবে ব্রাজিল। সেখানে ব্রাজিলের সঙ্গে আছে ভেনিজুয়েলা, বলিভিয়া ও পেরু। বলিভিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের ২৩ সদস্যের দল গোলরক্ষক ॥ এডারসন, এ্যালিসন, ক্যাসিও। ডিফেন্ডার ॥ দানি আলভেজ, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, ফিলিপে লুইস, মিরান্ডা, ফ্যাগনার, এডার মিলিতাও, এ্যালেক্স সান্দ্রো। মিডফিল্ডার ॥ এ্যালান, আর্থার, ক্যাসেমিরো, ফার্নান্দিনহো, লুকাস পাকুয়েতা, ফিলিপ কুটিনহো। ফরোয়ার্ড ॥ নেইমার, এভারটন, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, ডেভিড নেরেস এবং রিচারলিসন।
×