ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘পার্থে ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া’

প্রকাশিত: ০৬:২৫, ১৩ ডিসেম্বর ২০১৮

 ‘পার্থে ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া’

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম ভারতের বিপক্ষে আন্ডারডগ হিসেবে খেলছে অস্ট্রেলিয়া। তবে এ্যাডিলেডের প্রথম ম্যাচটা কিন্তু জমিয়ে তুলেছিল টিম পেইনের দল। নাটকীয়তায় ভরপুর টেস্টের শেষদিনে হারতে হয়েছে মাত্র ৩১ রানে। সিরিজে সুপার বিরাট কোহলির ভারতকে হট-ফেবারিট বলছেন অনেকে। অবশ্য রিকি পন্টিং সেই দলে ছিলেন না। প্রথম টেস্টে হারের পরও নিজের অবস্থানে অনড় সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন, অস্ট্রেলিয়া পার্থে ঠিকই ঘুরে দাঁড়াবে। পার্থের পিচ এ্যাডিলেডের চেয়ে আরও বেশি গতিময় আর বাউন্সি হবে বলে মনে করছেন তিনি। কোহলিদের যেখানে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের খেলতে সমস্যায় পড়তে হবে। অন্তত প্রথম টেস্ট দেখার পর পন্টিং সেটাই মনে করছেন। পার্থে শুক্রবার শুরু বহুল আলোচিত চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। ‘র্পাথের পিচে ভারতীয় ক্রিকেটারদের থেকে অবশ্যই বেশি সাহায্য পাবে অস্ট্রেলিয়া। এ্যাডিলেডে ভারত জিতেছে, কিন্তু ওদের খুব বেশি দাপুটে বলে মনে হয়নি। আমাদের পেসারদের বিপক্ষেও স্বচ্ছন্দ ছিল না। পার্থে স্টার্ক, কামিন্সরা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু শুধু পিচের সাহায্য পেলেই চলবে না। সেটা কাজেও লাগাতে হবে।’ সংবাদ মাধ্যমকে বলেন পন্টিং। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক অবশ্য এও জানিয়েছেন, গত ম্যাচে যা ভুল করেছে তা এখনই সংশোধন করতে হবে। নাহলে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন, ‘ওরা (অস্ট্রেলিয়া) খুবই খারাপ ক্রিকেট উপহার দিয়েছে। লক্ষ্যের ৩০ রানের কাছে পৌঁছে হারতে হয়েছে আমাদের। এটা মনে রাখতে হবে ভারতও কিন্তু তাদের সেরা ক্রিকেটটা খেলেনি। ওদের আরও ভাল খেলার ক্ষমতা রয়েছে।’ তিনি বলেন, ‘এই ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার অনেক কিছু শেখার রয়েছে ঠিকই, কিন্তু তার আগে নিজেদের ভুলগুলো খুঁজে বের করা খুব জরুরী।’ গত ৭০ বছর ধরে বিভিন্ন সময় অস্ট্রেলিয়া সফর করছে ভারত। এ্যাডিলেডের জয়টি নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র ছয়টি টেস্ট জিতল ভারত। এটি আবার গত ১৮ বছরে এ্যাডিলেডে সফরকারী কোন দলের প্রথম জয়। ভারত যত ভাল দলই হোক এই হারটি নিয়ে এরই মধ্যে কাটাছেঁড়ায় বসে গেছে অসিরা। গবেষণা চলছে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে স্বাগতিকরা। ঐতিহাসিকভাবেই ফাস্ট বোলারদের জন্য পার্থের উইকেটকে আদর্শ বলা হয়। কন্ডিশনের কথা ভেবেই হয়তো পার্থে নিজের দেশকে এগিয়ে রাখছেন পন্টিং, ‘আমার মনে হয় পার্থ ভারতীয় খেলোয়াড়দের চেয়ে আমাদের জন্য বেশি উপযুক্ত। কিন্তু অস্ট্রেলীয় দলকে খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে। এ্যাডিলেডে অস্ট্রেলীয় দলের পারফর্মেন্স মোটেও ভাল হয়নি, যদিও হারের ব্যবধানটা অল্প। কিন্তু ভারত কি নিজেদের সেরা খেলাটা খেলতে পেরেছে? আমার সন্দেহ আছে। তবে ভারত ভাল দল। তারা জিততে জানে।’ এ্যাডিলেডের হারেও ইতিবাচক দিক আছে বলে মনে করেন পন্টিং, ‘এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিকই খুঁজে পেতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু উন্নতি করতে হবে অনেকটাই। ভুল-ভ্রান্তিগুলোর দিকে নজর দিতে হবে তাদের।’ অস্ট্রেলিয়াকে এখনি খারাপ বলতে রাজি নন। সে কারণেই পার্থে এ্যাডিলেডের একাদশটি অপরিবর্তিত রাখার পক্ষে তিনি, ‘আমার মনে হয় এটিই অস্ট্রেলিয়ার সেরা একাদশ। পার্থে এটি অপরিবর্তিত রাখার পক্ষেই আমি।’
×