ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় জয় বাংলাদেশের যুবাদের

প্রকাশিত: ০৬:৫২, ২০ অক্টোবর ২০১৮

 শ্রীলঙ্কায় জয় বাংলাদেশের যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা সফরের শুরুতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। কলম্বোর নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে শুক্রবার ম্যাচের চতুর্থ ও শেষদিনে বাংলাদেশের যুবারা ১৩ রানের জয় তুলে নেয়। মাত্র ১৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দল দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১২৩ রানে। এটি বর্তমান বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের সবারই অভিষেক যুব টেস্ট ম্যাচ ছিল। আগেরদিন দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৮ রান নিয়ে চতুর্থদিন নেমে মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী ৭৪ বলে ৫ চারে সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া শামীম হোসেন ১৯, মাহমুদুল হাসান জয় ১৪ ও প্রান্তিক নওরোজ নাবিল ১৩ রান করেন। শ্রীলঙ্কা যুবাদের হয়ে আশিয়ান ড্যানিয়েল ১৯ রানে ৪টি ও রোহান সঞ্জয়া ৪৩ রানে ৩টি উইকেট নেন। প্রথম ইনিংসে ৩০৯ রান করে লঙ্কান যুবাদের ২৮৮ রানে থামিয়ে ২১ রানের লিড নিয়েছিল বাংলাদেশ যুবারা। সবমিলিয়ে ১৩৬ রানের লিড হয় মাত্র। ফলে লঙ্কানদের টার্গেট দাঁড়ায় ১৩৭ রানের। কিন্তু বাংলাদেশের বোলারদের দুর্ধর্ষ বোলিং আক্রমণে গুটিয়ে লঙ্কানরা এই লক্ষ্যই ছুঁতে পারেনি। মাত্র ১২৩ রানেই মুখ থুবড়ে পড়ে তারা। চামিন্দু বিজেসিংহে সর্বোচচ ২৯ ও সোনাল দিনুশা ২৪ রান করেন। শাহীন আলম ও রকিবুল হাসান উভয়ে ৩টি করে উইকেট নেন বাংলাদেশের পক্ষে। ফলে সদ্য সমাপ্ত এশিয়া কাপের সেমিতে বিদায় নেয়া যুব দল প্রথম টেস্টটা জিতে নিয়েছে ১৩ রানে। লঙ্কায় এই সফরে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০তে।
×