ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে কেন চুলের স্টাইল বদলাননি?

প্রকাশিত: ০৭:২০, ২ আগস্ট ২০১৮

বিশ্বকাপে কেন চুলের স্টাইল বদলাননি?

স্পোর্টস রিপোর্টার ॥ দুই যুগ পর আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো স্বপ্নের এই ট্রফি উঁচিয়ে ধরে দিদিয়ের দেশমের দল। ফ্রান্সের এই সোনালি ট্রফি জয়ের পেছনে নায়কের ভূমিকায় ছিলেন পল পোগবা। মাঝমাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরাসী তারকার অসাধারণ নৈপুণ্যেই সব প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়ে বিশ্বফুটবলের রাজত্ব পুনরুদ্ধার করে ফ্রান্স। ২০১৬ সালে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন পল পোগবা। রেকর্ড পারিশ্রমিকের বিনিময়েই তোরিনো থেকে তাকে দলে ভেড়ায় ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানইউ। ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পল পোগবা ছিলেন আলোচনার শীর্ষে। তার মধ্যে পল পোগবার চুলের স্টাইল কিংবা রং বদলানোটা ছিল অন্যতম। এমনকি দলের বাজে সময়েও চুলের কাটিংয়ে বৈচিত্র্য এনেছেন ২৫ বছরের এই ফরাসী মিডফিল্ডার। সেজন্য সমালোচনার মুখেও পড়েছেন পল পোগবা। কিন্তু রাশিয়া বিশ্বকাপেই দেখা গেল ভিন্ন চিত্র। অন্য সময় পল পোগবা নিয়মিত বিরতিতে চুলের কাটিংয়ে ভিন্নতা আনলেও পাঁচ সপ্তাহের রাশিয়া বিশ্বকাপে কখনোই দেখা যায়নি তা। কিন্তু কেন? বিশ্বকাপ শেষ হওয়ার দুই সপ্তাহ পর সেই রহস্য জানালেন পল পোগবা। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে প্রশ্ন ও তার উত্তরে তা জানান রেড ডেভিলদের এই ফরাসী তারকা। সব ধরনের বিতর্ক এড়িয়ে শুধু ফুটবলে মনোযোগ দিতেই চুলের স্টাইলের পরিবর্তন না করার কৌশল অবলম্বন করেন তিনি। এ প্রসঙ্গে পল পোগবা লিখেছেন, ‘আমাকে কেমন দেখাবে সেটার দিকে না খেয়াল করে বরং আমি শুধু পারফর্মেন্সেই মনোযোগ দিতে চেয়েছি। যাতে করে সমালোচকরা শুধু আমার ফুটবলীয় অংশটাকেই সমালোচনা করতে পারে।’ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করালেও ম্যানচেস্টার ইউনাইটেডে জোশে মরিনহোর অধীনে সময়টা খুব ভালো কাটেনি পোগবার। যে কারণেই ওল্ড ট্র্যাফোর্ডে বিরক্ত এই ফরাসী মিডফিল্ডার। সেজন্য দলবদলানোরও গুঞ্জন শোনা যায় গণমাধ্যমে। তবে ম্যানইউ ছাড়লে কোথায় যাবেন ফরাসী মিডফিল্ডার? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন যেহেতু জুভেন্টাসে, তার টানেই আবার তুরিনে ফিরতে চান পোগবা। নিজের এজেন্ট মিনো রায়োলাকে এমনটাই বলেছেন বিশ্বজয়ী ফরাসী তারকা। দুই বছর আগে জুভেন্টাস থেকে ১১৪ মিলিয়ন ইউরো দিয়ে পোগবাকে দলে ভেড়ায় ম্যানইউ। কিন্তু এখন তিনি মনে করছেন, তুরিনই আবার হতে পারে তার আদর্শ ঠিকানা। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার সঙ্গেও পোগবার নাম জড়িয়ে গুঞ্জন উঠেছিল। কিন্তু প্রাথমিক আলোচনার সময়ই সেটা ভেস্তে যায়। তবে গুঞ্জন যতই শোনা যাক না কেন ইংলিশ মিডিয়ার খবর, রেকর্ড ট্রান্সফার ফি’তে দলে টানা ফরাসী তারকাকে ধরে রাখতে বদ্ধপরিকর ম্যানইউ।
×