ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ থেকে ছাঁটাই সৌদি রেফারি

প্রকাশিত: ০৬:৩৯, ১ জুন ২০১৮

বিশ্বকাপ থেকে ছাঁটাই সৌদি রেফারি

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপ থেকে ছাঁটাই হয়েছেন সৌদি আরবের রেফারি। ম্যাচ পাতানোর অভিযোগে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হওয়ায় ফাহাদ আল মিরদাসিকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দুই সপ্তাহ আগে সৌদি আরব ফুটবল ফেডারেশন জানিয়েছিল কাপ ফাইনালে একটি দলকে জেতানোর সহযোগিতা করার জন্য ফাহাদ আল মিরদাসি অর্থের দাবি করেছিল। সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ফিফার রেফারিজ কমিটি রাশিয়া বিশ্বকাপ থেকে তার নাম বাদ দিয়েছে। এ কারণে পুরো সৌদি আরবের রেফারিং দলকে বিশ্বকাপ থেকে উঠিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে দু’জন সহকারী রেফারিও আছেন। ফিফা আরও জানিয়েছে, আল মিরদাসির স্থানে সরাসরি কাউকে নতুন করে নিয়োগ দেয়া হবে না। তার পরিবর্তে গভর্নিং বডি সংযুক্ত আরব আমিরাত ও জাপান থেকে দু’জন অতিরিক্ত সহকারী রেফারিকে বিশ্বকাপের জন্য নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক ফিদে রেটিং দাবায় আমিনুল শীর্ষে স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও শেখ রাসেল চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ দ্বিতীয় স্থানে। পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ৮ দাবাড়ু। এরা হলেন : জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেন, নিউ নেশন চেস ক্লাব ফেঞ্চুগঞ্জের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস, হাসান মেমোরিয়াল চেস ক্লাবের মোঃ শরীয়তউল্লাহ, লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিমের নাসিম হোসেন ভুঁইয়া, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আহমেদ ফিরোজ ও ভারতের সংকলন ভারতী।
×