ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সালাহর কান্নার দিনে সাফওয়াতের অর্জন

প্রকাশিত: ০৪:২০, ২৮ মে ২০১৮

সালাহর কান্নার দিনে সাফওয়াতের অর্জন

স্পোর্টস রিপোর্টার ॥ ২৮ বছর পর আবার বিশ্বকাপ ফুটবল খেলবে মিসর। এবার তাদের এই স্বপ্নময় আসরের অন্যতম শক্তির উৎস এবং অনুপ্রেরণা ও উদ্দীপনার নাম ছিল মোহাম্মদ সালাহ। কিন্তু শনিবার রাতে বিশ্ব কাঁপানো এ লিভারপুল তারকা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন। বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে সংশয়। তবে একইদিনে মিসরের টেনিস খেলোয়াড় ২৭ বছর বয়সী মোহাম্মদ সাফওয়াত একটি অর্জনের কীর্তি লাভ করেছেন। তিনদিন পর শুরু হতে যাওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম আসর ফ্রেঞ্চ ওপেনে খেলার সুযোগ পেয়েছেন তিনি শেষ মুহূর্তে। ২৫ বছর বয়সী সালাহকে নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ে। নিজের ফুটবলশৈলিতা দেখিয়ে বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের হৃদয় জয় করে নিয়েছেন। এবার তাই বিশ্বকাপে তার দেশ মিসরের প্রতিও মানুষের ছিল বাড়তি আগ্রহ। কিন্তু শেষ পর্যন্ত হয়তো বিশ্বকাপটাই খেলা হবে না সালাহর। লিভারপুলের এ ফরোয়ার্ড শনিবার রাতে হওয়া চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পড়েছেন ইনজুরিতে। মিসর যখন তার এই ইনজুরিতে কাঁদছে, তখনই কিছ্টুা হয়তো আনন্দের পরশ দিয়েছেন সাফওয়াত। ফ্রেঞ্চ ওপেনের কোয়ালিফাইং রাউন্ডের ফাইনাল পর্বে আর্জেন্টিনার গুইডো আন্দ্রেওজ্জির কাছে হেরে যান তিনি। সে কারণে তার অংশ নেয়ার স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল। কিন্তু সার্বিয়ার ভিক্টর ট্রোয়কি হঠাৎ পিঠের ইনজুরির কারণে ছিটকে পড়েছেন। সে কারণে তার পরিবর্তে সাফওয়াতকে সুযোগ দিয়েছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মূল ড্রয়ে এখন সাফওয়াত ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে খেলবেন ফিলিপ চার্টিয়ারে বুলগেরিয়ার চতুর্থ বাছাই গ্রিগর দিমিত্রোভের বিপক্ষে। ১৯৯৬ সালের পর প্রথম মিসরীয় হিসেবে তিনি রোলাঁ গ্যাঁরোতে খেলবেন। ১৯৯৬ সালে মিসরের তামের আল সাউয়ি অংশ নিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনে। সাফওয়াত এতদিন ক্যারিয়ারে আয় করেছেন ৩ লাখ ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড। আর এ বছর ব্যাংকে জমা পড়েছে ৪০ হাজার মার্কিন ডলার মাত্র। নিশ্চিতভাবেই এখন ফরাসী ওপেন তার আয়ের পরিমাণ এক লাফে কয়েকগুণ বাড়িয়ে দেবে।
×