ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ে হবে হকির দলবদল ॥ বাহফে

প্রকাশিত: ০৭:০৬, ২৪ মার্চ ২০১৮

নির্ধারিত সময়ে হবে হকির দলবদল ॥ বাহফে

স্পোর্টস রিপোর্টার ॥ সামনে জাতীয় হকি দলের ব্যস্ত সূচী যে কারণে প্রিমিয়ার লীগের দলবদল নির্ধারিত সময়েই করতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তবে ক্লাবকর্তারা বলছেন স্পন্সরদের আগ্রহ কম থাকায় দলগঠনে হিমশিম খাচ্ছেন তারা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ আয়োজনে বাহফের সহযোগিতা চায় ক্লাবগুলো। আগামী সেপ্টেম্বরে রয়েছে এফআইএইচ হকি সিরিজ ওপেন। এই আসরে অংশ নেবে বাংলাদেশসহ আফগানিস্তান, কাজাখস্তান, কাতার, শ্রীলঙ্কা ও ওমান। শুক্রবার জাতীয় দলের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন মালয়েশিয়ান কোচ গোপীনাথ কৃষ্ণমূর্তি। হকির সামনে ব্যস্তসূচী। যে কারণে লীগ শুরু নিয়ে জিরো টলারেন্স বাহফের। অন্তর্জাতিক অঙ্গনে সাফল্য কম থাকায় হকি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। ফলে দলবদল নিয়ে কর্মকর্তারাও আগ্রহ হারিয়েছেন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওয়ারী ক্লাবের দলগঠন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নিজেদের সামান্য অর্থ দিয়েই চলছে দল গঠনের চেষ্টা। আগামী ২৭ মার্চ শুরু হওয়ার কথা প্রিমিয়ার লীগের দলবদল। এদিকে দলবদল পেছানার জন্য মোহামেডান, ঊষাসহ চার ক্লাবের আবেদন নাকচ করে দিয়েছে বাহফে, যে কারণে হতাশ ক্লাবকর্তারা।
×