ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্পেশাল অলিম্পিক

আমিরাতকে হারিয়ে ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৮, ২১ মার্চ ২০১৮

আমিরাতকে হারিয়ে ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে স্পেশাল অলিম্পিক গেমস। তারই প্রস্তুতি হিসেবে সেখানে হয়ে গেল ‘মেনা গেমসে’র নবম আসর। বাংলাদেশও এই আসরে অংশ নেয়, তবে শুধু ফুটবল ডিসিপ্লিনে। আর তাতেই চমক দেখিয়েছে তারা। ফুটবলের আপার ডিভিশনে স্বাগতিক আমিরাতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। স্পেশাল অলিম্পিক হলেও প্রত্যেক দল নিয়ম অনুযায়ী আট বুদ্ধিপ্রতিবন্ধীর পাশাপাশি সাত স্বাভাবিক ফুটবলার রাখতে পেরেছে এই প্রতিযোগিতায়। গ্রুপপর্বে আমিরাতের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর মিসরকে ২-১ ও লেবাননকে ৪-০ গোলে হারায় লাল-সবুজবাহিনী। গ্রুপপর্বে রুখে দিলেও ফাইনালে স্বাগতিকরা অবশ্য কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশের সঙ্গে। জয়সূচক গোলটি করেছেন বাংলাদেশ এবং আরামবাগ ক্রীড়া সংঘের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েল। বাংলাদেশের জয়ে অবদান রাখতে পেরে তিনি ভীষণ খুশি, ‘আমার গোলে দল জিতেছে, তাই আমি খুব আনন্দিত। আমরা একটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছি বলে খুব ভাল লাগছে।’ উল্লেখ্য, এর আগে ২০১৫ সালেও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ফুটবলে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
×