ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিরাটকে সেরার সেরা হতে গেলে যা করতে হবে

প্রকাশিত: ০১:১৮, ১৬ মার্চ ২০১৮

বিরাটকে সেরার সেরা হতে গেলে যা করতে হবে

অনলাইন ডেস্ক ॥ বিরাট কোহলি। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটেও আলোড়ন ফেলে দেওয়া নাম। টেস্ট, একদিনের আন্তর্জাতিক বা টি২০— ক্রিকেটের সব ফরম্যাটেই সমান ভাবে জ্বলে উঠছে তাঁর ব্যাট। শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, দক্ষ ফিল্ডার বা অধিনায়ক সবেতেই ছাপ ফেলছেন তিনি। অনেকে ইতিমধ্যেই সেরা বলতে শুরু করেছেন তাঁকে। কিন্তু সেরার সেরা হয়ে উঠতে বেশ কয়েকটা দিকে এখনও বিরাটকে উন্নতি করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিরাটের শারীরিক ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন নেই। ক্রিজে ব্যাট করার সময় তাঁর রানিং বিটুইন দ্য উইকেট চোখে পড়ার মতো। কিন্তু অনেক সময়ই তিনি ভুলে যান উল্টো দিকে যিনি ব্যাট করছেন, তিনি কতটা দ্রুত ছুটতে পারবেন। আর সে কারণেই ভুল বোঝাবুঝিতে রান আউটের ঘটনা ঘটে। যেমন শিখর ধবন বা রোহিত শর্মা সঙ্গে ব্যাট করার ক্ষেত্রে অনেক বারই রান আউটের ঘটনা ঘটেছে। ফিল্ডার বিরাটের দক্ষতা নিয়েও প্রশ্ন নেই। তাঁর শারীরিক সক্ষমতাও বেশ। কিন্তু, স্লিপে ক্যাচ ধরার ক্ষেত্রে কোথায় যেন খামতি চোখে পড়ে। বিশেষজ্ঞদের মতে, স্লিপে দাঁড়ানোর ক্ষেত্রে বিশেষ মুন্সিয়ানার প্রয়োজন। তাই অনেকে বলেন, এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত বিরাটের। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে সফল হওয়ার পরও ভুবনেশ্বর কুমারকে বসানো নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল বিরাটকে। সেরা একাদশ বাছা নিয়ে মাঝে মধ্যেই বিরাটের দিকে আঙুল তোলেন অনেকে। টিম নির্বাচনের ক্ষেত্রে আরও একটু সতর্ক হওয়া উচিত ভারত-অধিনায়ককে। এই মুহূর্তে একদিনের ম্যাচে ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহালি। তবে, নক আউট পর্যায়ে তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। এক দিনের ম্যাচে বিরাটের গড় ৫৫-এর উপরে। সেখানে নক আউট পর্যায়ে তা বেশ খানিকটা কম। যেমন ২০১৭তে চ্যাম্পিয়ান ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বা ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনালে বিরাটের ব্যর্থতা কোথায় যেন তাঁর ‘সেরার সেরা’ শিরোপা নিয়ে প্রশ্ন তুলে দেয়। বিরাটের আগ্রাসী মানসিকতা নিয়েও অনেক সময় প্রশ্ন ওটে। তা মাঠেই হোক বা সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে মেজাজ হারাতেও বেশ কয়েকবার দেখা গিয়েছে তাঁকে। এই বিষয়টাও বিরাট-সাফল্যের পথে বাধা হয়ে উঠতে পারে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×