ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিপিএলে দামী ক্রিকেটার সাকিব!

প্রকাশিত: ০৫:৩৮, ৩ মার্চ ২০১৮

 সিপিএলে দামী ক্রিকেটার সাকিব!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল টি২০) এবার বার্বাডোজ ট্রাইডেন্টসে খেলবেন সাকিব আল হাসান। দেশসেরা এ অলরাউন্ডার এবার দামী ক্রিকেটার তালিকাতেই ঠাঁই পেয়েছেন। সবচেয়ে দামী ক্রিকেটাররা পাচ্ছেন ১ লাখ ৬০ হাজার ডলার। সেখানে সাকিব পাচ্ছেন ১ লাখ ৩০ হাজার ডলার। মাত্র ৩০ হাজার ডলার কম! সিপিএলে দামী ক্রিকেটার তাই সাকিবও। লন্ডনে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দাম ১ লাখ ৬০ হাজার ডলার পেয়েছেন ছয়জন। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো, মার্টিন গাপটিল ও সোহেল তানভীর। আরেকটু বিড হলেই প্রথম কাতারে থাকতে পারতেন সাকিবও। সাকিবকে ১ লাখ ৩০ হাজার ডলারে কিনেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। ২০১৩ সালে সিপিএলের অভিষেক মৌসুমেও বার্বাডোজের জার্সিতে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। গত দুই মৌসুমে ছিলেন জ্যামাইকা তালাওয়াসে। সিপিএলে সাকিব ছাড়াও আছেন দেশের আরেক ক্রিকেটার। তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে ৭০ হাজার ডলারে লুফে নিয়েছে সেন্ট কিটস এ্যান্ড নেভিস। প্রায় দ্বিগুণ দাম পেয়েছেন সাকিব। গত বছর জাতীয় দলের হয়ে খেলতে সাকিব দেশে ফিরে আসায় জ্যামাইকার হয়ে সিপিএল অভিষেকের সুযোগ পেয়েছিলেন তখন জাতীয় দলের বাইরে থাকা মাহমুদুল্লাহ। এবার নিলামেই দল পেয়েছেন তিনি। বার্বাডোজ টিমে সাকিবের সতীর্থ হাশিম আমলা, মার্টিন গাপটিল, ডোয়াইন স্মিথরা। সেন্ট কিটসে ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’ ক্রিস গেইলকে টিমমেট হিসেবে পাচ্ছেন মাহমুদুল্লাহ। আরও আছেন এভিন লুইস, কার্লোস ব্রেথওয়েটের মতো টি২০’র হার্ডহিটাররা। নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলসে নাম লিখিয়ে ইতিহাস গড়া সন্দ্বীপ লামিচাঁনে এবার সিপিএলেও নেপালকে প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করলেন। তাকে ৫ হাজার ডলারে কিনেছে মাহমুদুল্লাহর দল সেন্ট কিটস। ছয় দলের অংশগ্রহণে আগামী ৮ আগস্ট সিপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠবে। বার্বাডোজ ট্রাইডেন্টস, গায়ানা এ্যামাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালাওয়াস, সেন্ট কিটস এবং নেভিস পেট্রিয়টস, সেন্ট লুসিয়া স্টার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্স দল খেলবে। সেপ্টেম্বরের ১৬ তারিখ শেষ হবে লীগটি। ২০১৩ সালে সিপিএল শুরু হয়। প্রথম আসরেই সাকিব খেলে ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা উইকেট শিকারি বোলার হন। ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই বেশি দ্যুতি ছড়ান সাকিব। বল হাতে মোট ২২ ম্যাচে বোলিং করে ২৫ উইকেট নেন। লীগে ৬ উইকেট নেয়া একমাত্র বোলার সাকিব। মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট নেয়ার রেকর্ডও গড়েন সাকিব। প্রথম আসরেই ট্রাইডেন্টসের হয়ে রেড স্টিলের বিপক্ষে এ কীর্তি গড়েন সাকিব। যা এখনও অক্ষত আছে। স্বাভাবিকভাবেই এ লীগে সাকিবের দাম চড়া থাকবেই। এবারও একটুর জন্য সবচেয়ে দামী ক্রিকেটারের তালিকায় নিজের নামটি লেখাতে পারেননি সাকিব। তবে দামী ক্রিকেটারের তালিকায় ঠিকই আছেন।
×