ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই আজ

প্রকাশিত: ১৮:৩৯, ১৯ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই আজ

অনলাইন ডেস্ক ॥ ক’দিন আগেই বিদায় নেয়া কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখোমুখি এবার বাংলাদেশ জাতীয় দল। গত একমাস ধরে এই সম্পর্কিত আলোচনায় সরব ছিল দেশের ক্রিকেটাঙ্গন। ত্রিদেশীয় সিরিজে আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। যেখানে হাথুরুসিংহে থাকবেন শ্রীলঙ্কার ড্রেসিংরুমের কাণ্ডারি হয়ে। টাইগারদের শক্তি-দুর্বলতা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে এ লঙ্কানের। ঠিক তার বিপক্ষে খেলার চ্যালেঞ্জই ছিল সবার আলোচনার বিষয়। মাশরাফি বিন মুর্তজা বলেছেন, পেশাদার হিসেবে হাথুরুসিংহের বর্তমান অবস্থান নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বেলা ১২টায় শুরু হতে চলা ম্যাচে বাংলাদেশের ভাবনাই শুধুই জয়। নিজেদের পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আশাবাদী মাশরাফি। শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহেকে নিয়ে চিন্তার সুযোগ নেই। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘অবচেতনে এটা থাকে, ম্যাচটা খেলতে হবে, জিততে হবে। এর বাইরে কোনো সুযোগই নেই চিন্তা করার।’ হাথুরুসিংহে কেন্দ্রিক আলোচনাকে ঢেকে দিতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা খুব প্রয়োজন বাংলাদেশের। তবে ম্যাচটা হারলে প্রশ্ন উঠতে পারে। সেটাও অজানা নয় বাংলাদেশের অধিনায়কের। মাশরাফি বলেছেন, ‘ পেশাদার জগতটা এরকম, হারলে তো প্রশ্ন উঠবেই। হাথুরুর জায়গায় আমি থাকলেও প্রশ্নটা উঠত। দক্ষিণ আফ্রিকায় কেউই পারছে না, আমরাও পারিনি, তারপরও একই সমালোচনা হয়েছে। হয়নি তা তো না। কেউ পারছে না বলে আমরা পারব না, এটা কোনো অজুহাত নয়।’ শ্রীলঙ্কার বিপক্ষে আজ নিজেদের সেরাটা খেলার সুযোগ কাজে লাগাতে চায় স্বাগতিকরা। মাশরাফি বলেছেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, যেখানেই যাই আমাদের কাজ পারফর্ম করা। সেটা করতে হবে। দক্ষিণ আফ্রিকায় পারিনি, এখানে আমাদের জন্য বড় সুযোগ। কাল আমরা চেষ্টা করব, সেরাটা দেওয়ার। আমরা ইতিবাচক আছি।’
×