ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিসিএলের দুই ম্যাচই ড্র, মুমিনুলের শতক

প্রকাশিত: ০৬:৩২, ১৯ জানুয়ারি ২০১৮

বিসিএলের দুই ম্যাচই ড্র, মুমিনুলের শতক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচই শেষ পর্যন্ত ড্র হয়েছে। বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ ও শেষদিনে মুমিনুল হক সৌরভ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে সেঞ্চুরি হাঁকান। ফলে বিসিবি উত্তরাঞ্চলের বিরুদ্ধে ভালভাবেই ম্যাচ বাঁচাতে পেরেছে তারা। অপরদিকে বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের রানোৎসবের ম্যাচটিও হয়েছে ড্র। দুই রাউন্ড শেষে উত্তরাঞ্চল ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং ১৯ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চল দ্বিতীয় স্থানে আছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগেরদিনের ৮ উইকেটে ২৭৩ রান নিয়ে খেলতে নেমে চতুর্থদিন ২৮৪ রানেই গুটিয়ে যায় উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংস। পেসার খালেদ আহমেদ ৫ উইকেট নেন। ২৬১ রানের জয়ের লক্ষ্য নিয়ে নামে পূর্বাঞ্চল। একপ্রান্তে উইকেট যেতে থাকলেও মুমিনুল দারুণ এক সেঞ্চুরি হাঁকান। তিনি ১৪৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০৭ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া লিটন দাস ৪৮ রান করেন। সে কারণেই পূর্বাঞ্চল ৬ উইকেটে ২০২ রান তোলার পর দিনশেষ হয়ে গেলে ম্যাচ ড্র হয়। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৪ উইকেট নেন। বিকেএসপিতে আগেরদিন ২ উইকেটে ৩১৩ রান তুলে মধ্যাঞ্চল বুঝিয়ে দিয়েছিল বড় সংগ্রহ গড়বে তারা। শেষ পর্যন্ত ৫০৫ রানে গিয়ে থামে তাদের প্রথম ইনিংস, এগিয়ে যায় ৫৭ রানে। রকিবুল হাসান ৮৬, মেহরাব হোসেন জুনিয়র ৭৬ ও তানভীর হায়দার ৭৭ রান করে সাজঘরে ফেরেন। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৪টি ও মোসাদ্দেক হোসেন সৈকত ৩টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নেমে দক্ষিণাঞ্চল ৩ উইকেটে ১২০ রান তোলার পর ম্যাচটি ড্র হয়ে যায়। ওয়ান ডাউনে নেমে শাহরিয়ার নাফীস ৫০ রানে অপরাজিত থাকেন।
×