ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হাতুরা নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ ॥ সামারাবীরা

প্রকাশিত: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০১৮

হাতুরা নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ ॥ সামারাবীরা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচেই জিম্বাবুইয়ে ‘জুজু’তে পরাজয়ের লজ্জা দিয়ে শুরু হয়েছে শ্রীলঙ্কার। ত্রিদেশীয় সিরিজগুলোতে দুয়েকটি ম্যাচ এমন ঘটতেই পারে। কোচ চান্দিকা হাতুরাসিংহের মন্ত্রে দীক্ষিত শ্রীলঙ্কা দল ভিন্ন দল হিসেবে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী। আর সে প্রত্যয়েই দলটির ব্যাটিং কোচ থিলন সামারাবীরা আশা করছেন পরিস্থিতির পরিবর্তন ঘটবে। গত সিরিজেই বাংলাদেশের কোচ ছিলেন চান্দিকা, এবার তিনি প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কার কোচ হয়ে বাংলাদেশকেই বধের পরিকল্পনা আঁটবেন। টাইগারদের বিষয়ে খুঁটিনাটি সবকিছুই জানা আছে তার, যেহেতু সাড়ে ৩ বছর কাজ করেছেন তিনি বাংলাদেশের কোচ হিসেবে। এ কারণে অনেকেই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে হাতুরাসিংহেকেও দাঁড় করিয়ে দিয়েছেন। কিন্তু সামারবীরা মনে করেন হাতুরাসিংহের বিরুদ্ধে খেলছে না বাংলাদেশ, খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ময়দানী লড়াইয়ে দুই দল মুখোমুখি হয় ব্যাট-বল নিয়ে। কিন্তু মাঠের বাইরেও কিছু লড়াই থাকে। সেসব লড়াইকে ক্রিকেটে মনস্তাত্ত্বিক লড়াই বলেই আখ্যা দেয়া হয়। ক্রিকেটে এই মাঠ ও মাঠের বাইরের লড়াইটা সবসময়ই থাকে। আগের সিরিজেই বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ছিলেন চান্দিকা, এখন তিনি বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার কোচ। টাইগারদের বধের জন্যই এখন তার যতটুকু জানাশোনা তা দিয়ে ক্ষত-বিক্ষত করার আপ্রাণ চেষ্টায় থাকবেন। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং কোচ সামারাবীরা বলেন, ‘আমার মনে হয় না এখানে কোন সুবিধার বিষয় আছে। কারণ আমি মনে করি না বিশ্ব ক্রিকেটে এখন কোন রহস্য লুকিয়ে আছে। খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলে এবং ড্রেসিংরুমে এক সঙ্গে থাকে। আমার মনে হয় না বাংলাদেশ হাতুরাসিংহের বিপক্ষে খেলছে, তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছে। আমার মনে হয় না এই বিষয়গুলো কোন ব্যাপার হবে।’ গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে আর বাংলাদেশ দলের সঙ্গে ফিরে আসেননি হাতুরাসিংহে। পরে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এখন তিনি শ্রীলঙ্কার কোচ।
×