ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, সানচেজের ওল্ডট্র্যাফোর্ডে আসার গুঞ্জন, ম্যানইউ ৩-০ স্টোক সিটি

সহজ জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ জানুয়ারি ২০১৮

সহজ জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে নিজেদের মাঠ ওল্টট্র্যাফোর্ডে রেড ডেভিলসরা ৩-০ গোলে হারিয়েছে অতিথি স্টোক সিটিকে। ম্যানইউর হয়ে গোলগুলো করেন এ্যান্টোনিও ভ্যালেন্সিয়া, এ্যান্থনি মার্শাল ও রোমেলো লুকাকু। আগেরদিন লিভারপুলের কাছে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় ম্যানইউর সামনে সুযোগ আসে পয়েন্টের ব্যবধান কমানোর। সেই সুযোগটি ভালভাবেই কাজে লাগিয়েছে জোশে মরিনহোর দল। এই জয়ে ২৩ ম্যাচ শেষে দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫০। সমান ম্যাচে শীর্ষে থাকা ম্যানসিটির সংগ্রহ ৬২ পয়েন্ট। নিজেদের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখে স্টোক সিটিকে চেপে ধরে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলও পেয়ে যায় দ্রুত। মাত্র নবম মিনিটেই পল পোগবার বাড়ানো বলে দলকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া। ম্যাচের ১৬ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় সফরকারীরা। তবে স্টেফেন এ্যায়ারল্যান্ড বল জালে জড়াতে ব্যর্থ হন। ম্যাচের ২১ মিনিটে গোলের আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন স্টোকের এ্যায়ারল্যান্ড। উল্টো ম্যাচের ৩৮ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্শাল। এবার ফরাসী মিডফিল্ডার পোগবার বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে জড়ান মার্শাল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইউনাইটেড। শুরুতেই মার্শাল গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের ৭২ মিনিটে গোলের দেখা পান লুকাকু। মার্শালের বাড়ানো বলে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান বেলজিয়ামের এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচ শেষে শিষ্যদের পারফমের্ন্সে সন্তোষ প্রকাশ করেন ম্যানইউ কোচ জোশে মরিনহো। তিনি আর্সেনাল থেকে এ্যালেক্সিস সানচেজকে পাওয়ার বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। স্পেশাল ওয়ান জানিয়েছেন, সুযোগ থাকলে অবশ্যই সানচেজকে দলে ভেড়াবেন তারা। এদিকে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার ইচ্ছার কথা জানিয়েছেন পর্তুগীজ লৌহমানব। ২০১৫ সালে রিয়াল মাদ্রিদে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন স্প্যানিশ এই গোলরক্ষক। এখনও সেখানেই যাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন আছে। ২০১৯ সালে প্রিমিয়ার লীগ জায়ান্টদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। যদিও আরও কিছুদিন তার সঙ্গে চুক্তি নবায়ন করতে মুখিয়ে আছে রেড ডেভিলসরা। মরিনহো ইঙ্গিত দিয়েছেন ডি গিয়ার সঙ্গে নতুন চুক্তির কাছাকাছি ম্যানইউ। ব্রিটিশ গণমাধ্যমও জানিয়েছে ২০২৩ পর্যন্ত ডি গিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইউনাইটেড। ২৭ বছর বয়সী ডি গিয়া ২০১১ সালের জুনে এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১৮.৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে যোগ দেন। ২০১৪ ও ২০১৫ সালে তিনি ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। মরিনহো মনে করেন ইংলিশ ও ইউরোপিয়ান শীর্ষ পর্যায়ের লড়াইয়ে টিকে থাকতে হলে ডি গিয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে। এ সম্পর্কে মরিনহো বলেন, আমরা এই সুযোগটি নষ্ট হতে দিব না। তার মতো একজন গোলরক্ষকের ক্লাবে প্রয়োজন রয়েছে। তাকে ছাড়া আমাদের উচিত হবে না। অবশ্যই আমরা তাকে রেখে দেবার জন্য সম্ভাব্য সবকিছুই করব। ডি গিয়ার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি চলমান আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মরিনহো বলেন, আমি এখনও নিশ্চিত জানি না। পুরো বিষয়টি নিয়ে বোর্ডের ওপর আস্থাশীল।
×