ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চোটগ্রস্ত তহুরা খেলবে না, অপর ম্যাচে নেপাল মোকাবেলা করবে ভুটানকে

ফাইনালের ‘ড্রেস রিহার্সালে’ আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত: ০৫:৫১, ২১ ডিসেম্বর ২০১৭

ফাইনালের ‘ড্রেস রিহার্সালে’ আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফাইনালে বাংলাদেশকে পেয়েছি। এমনটাই প্রত্যাশা ছিল। ফাইনালের আগে তাদের বিরুদ্ধে আরেকটা লীগ ম্যাচ খেলতে হবে। ওই ম্যাচের এমনিতে কোন গুরুত্ব না থাকলেও আমরা গুরুত্ব দিয়েই খেলব। আমরা পূর্ণশক্তির দল নিয়েই খেলব। জয়ের ধারা বজায় রেখে ও আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েই আমরা ফাইনালে খেলতে চাই। এর আগে এএফসি অ-১৪ আসরে বাংলাদেশের কাছে আমরা দু’বার হেরেছি। সেটা আমার মনে আছে। তাই বলে পরের ম্যাচে বা ফাইনালে বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নেবÑ এমনটা ঠিক নয়।’ কথাগুলো ভারত অ-১৫ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ মায়মল রকির। সাফ অ-১৫ মহিলা চাম্পিয়নশিপে আজ নিজেদের শেষ লীগ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ভারত। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়। দুপুর আড়াইটায় অপর ম্যাচে নেপাল মোকাবেলা করবে ভুটানের। আজকের ম্যাচ নিয়ে কি ভাবছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন? ‘আমি ভুটান এবং নেপালের বিপক্ষে ভারতের খেলা দেখছি। আর যে গোলগুলো হয়েছে তা গোলরক্ষকের ইনজুরির কারণে। নেপাল আমাদের সঙ্গেই একটু ফুল এ্যাফোর্ড দিয়েছে। ভারতের বিপক্ষে বিরতির পর তারা খেলাই ছেড়ে দিয়েছে। নেপালকে তারা ১০ গোল দিয়েছে। এগুলো নিয়ে কোন কিছুই ভাবছি না। আমাদের স্বাভাবিক খেলাটাই খেলবে, এটাই আমার চাওয়া।’ দলে কি কোন পরিবর্তন থাকবে? ছোটন জানান, তহুরার কুঁচকির ইনজুরি হয়েছে। কিছু খেলোয়াড় বেশি পরিশ্রম করছে সেজন্য কয়েকজনকে আজ খেলানো হবে না। বিশ্রাম দেয়া হবে। যেহেতু বাংলাদেশ দল ফাইনালে চলে গেছে সেক্ষেত্রে দলের সেরা খেলোয়াড়দের নিয়ে কোন ঝুঁকি নিতে চান না ছোটন। যদিও তিনি বলেছেন এই ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং মর্যাদার ম্যাচ। উল্লেখ্য, ২০১৫ সালে এএফসি অনুর্ধ-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ভারতকে দুবার হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বে ৩-১ এবং ফাইনালে ৪-০ গোলে। সে প্রসঙ্গে ছোটনের ভাষ্য, ‘আগে কি হয়েছে তা নিয়ে চিন্তা করে লাভ নেই। বর্তমান নিয়েই আমরা ভাবছি। আমাদের মূল লক্ষ্য দর্শকদের ভাল খেলা উপহার দেয়ার পাশাপাশি জেতাও।’ ভারতের কোন খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা আছে? ‘আমি ভারতের দুটি ম্যাচই দেখেছি। তাদের কয়েকজনকে নিয়ে পরিকল্পনাও আছে। তাদের সানথিয়া এবং বন্যা কবিরাজ খুবই ভাল। আর ওদের প্রিয়াঙ্কা দেবীর শূট করার ভাল সামর্থ্য আছে।’ জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ছোটন বলেন, ‘খেলায় যখন নামব, তখন জয়ের জন্যই নামব। আসলে সবকিছুর ওপর জোর দিচ্ছি আমাদের মেয়েরা যেন স্বাভাবিক খেলাটা খেলে। নিজেদের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছিল ভুটানকে। আর নেপাল হেরেছিল বাংলাদেশের কাছে ০-৬ গোলে। টানা দ্বিতীয় হারে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল নেপালের (ভুটানেরও)। এখন তাদের নিয়মরক্ষার জন্য শেষ লীগ ম্যাচ খেলতে হবে ভুটানের বিরুদ্ধে ২১ ডিসেম্বর। ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ভারত এখন চার দলের মধ্যে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু গোলসংখ্যায় পিছিয়ে তারা। ভারতের গোল ১৩, বাংলাদেশের ৯। তাই বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। কোন পয়েন্ট পায়নি ভুটান ও নেপাল। তবে গোল গড়ের হিসেবে ভুটান আছে তিন আর নেপাল চারে। এ পর্যন্ত চার গোল করে চলতি আসরে এককভাবে শীর্ষ গোলদাতা হিসেবে আছে ভারতের প্রিয়াঙ্কা। ৩ গোল করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে তারই সতীর্থ সুনীতা এবং বাংলাদেশের তহুরা খাতুন।
×