ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সোমবার অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লীগের ড্র, নকআউট পর্বে পিএসজিকে পেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বার্সিলোনার প্রতিপক্ষ চেলসি

শেষ ষোলোতেই মুখোমুখি নেইমার-রোনাল্ডো

প্রকাশিত: ০৫:৫৩, ১২ ডিসেম্বর ২০১৭

শেষ ষোলোতেই মুখোমুখি নেইমার-রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতেই মুুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদ। সোমবার অনুষ্ঠিত ড্রয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাও। পরবর্তী রাউন্ডে কাতালানদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। সুইজারল্যান্ডের নিওঁতে অনুষ্ঠিত হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় রাউন্ডের ড্র। এই ড্রতে স্প্যানিশ লা লিগার দুই জায়ান্ট ক্লাব রিয়াল-বার্সা তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেলেও সহজ প্রতিপক্ষ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের দুই সেরা দল ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। গত গ্রীষ্মকালীন দল বদলেই রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। মূলত নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার লক্ষ্যেই মেসি-সুয়ারেজদের ছেড়ে ফ্রেঞ্চ লীগ ওয়ানে নতুন করে ঠিকানা গড়েন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। প্যারিসের ক্লাবটির হয়ে খেলছেনও দুর্দান্ত। শুধু পারফর্মেন্সেই নয়, সাবেক বার্সিলোনা এবং সান্তোস ফরোয়ার্ড মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ জানান, নেইমারকে দলে ভেড়াতে তারা মুখিয়ে রয়েছেন। শুধু তাই নয়, স্প্যানিশ গণমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদের সঙ্গে নাকি গোপনে চুক্তি-স্বাক্ষর পর্বটাও সেরে ফেলেছেন নেইমার! রোনাল্ডো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পরই নেইমারকে দলে টেনে নেবে লস ব্ল্যাঙ্কোসরা। এই আলোচনাই যখন চারপাশে ভেসে ভেড়াচ্ছিল। ঠিক তখনই চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে মুখোমুখি হতে চলেছেন রোনাল্ডো-নেইমার। এই দুই দলের লড়াইয়ের প্রতি যে এবার সমর্থকদের বাড়তি আকর্ষণ থাকবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফ্রেঞ্চ লীগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। নেইমার, এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগের দলটি গ্রুপ পর্বে সর্বোচ্চ ২৫ গোল করেছে। আর টানা দুবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়। এ পর্বে দলের করা মোট ১৭ গোলের ৯টিই এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পা থেকে। সেইসঙ্গে টুর্নামেন্টের গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই গোল করারও রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। ‘ডি’ গ্রুপের সেরা হয়ে ওঠে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সিলোনা। গ্রুপের ছয় ম্যাচে তাদের রক্ষণভাগের পারফর্মেন্স ছিল অসাধারণ। ৯ গোল দেয়ার বিপরীতে সবচেয়ে কম মাত্র ১ গোল খায় তারা। অন্যদিকে, ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে উঠে আসে এ্যান্তনিও কন্টের দল চেলসি। পাঁচবারের চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে। ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন বেসিকটাসের বিপক্ষে খেলবে জার্মান জায়ান্টরা। আর গতবারের রানার্সআপ জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়ালকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সুইজারল্যান্ডের ক্লাব বাসেল। ইউরোপ সেরার এই লড়াইয়ে এবার হট ফেবারিট ম্যানসিটিও। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে তারা। ইংলিশ প্রিমিয়ার লীগে পেপ গার্ডিওলার দল রবিবারও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে টানা ১৪ ম্যাচ জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়েছে। প্রিমিয়ার লীগের বাকি দুই দলের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া ও লিভারপুলের প্রতিপক্ষ পর্তুগালের দল পোর্তো। এছাড়া ইতালির ক্লাব রোমা খেলবে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্কের বিপক্ষে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগ হবে ১৩-১৪ ও ২০-২১ ফেব্রুয়ারি। আর ফিরতি লেগ হবে ৬-৭ ও ১৩-১৪ মার্চ। গ্রুপ চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের মাঠে খেলার পর ফিরতি পর্বে নিজেদের মাঠে খেলবে। আগামী ২৬ মে ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
×