ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভাগ্য সবসময়ই ম্যানসিটির পাশে থাকে ॥ মরিনহো

প্রকাশিত: ০৫:৫৩, ১২ ডিসেম্বর ২০১৭

ভাগ্য সবসময়ই ম্যানসিটির পাশে থাকে ॥ মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ডার্বিতে জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে পেপ গার্র্ডিওলার দল ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ১৪ ম্যাচে জয়ের অবিস্মরণীয় রেকর্ডও গড়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটা ছিল ওল্ড ট্র্যাফোর্ডে। কিন্তু শুরু থেকেই দাপট দেখিয়েছে সিটিজেনরা। জেসুস-স্টার্লিংয়ের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। তবে গোল পেতে ম্যানসিটিকে অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। কেভিন ডি ব্রুইনের কর্ণার থেকে গোল করে ম্যানসিটিকে প্রথম এগিয়ে দেন ডেভিড সিলভা। এর ফলে এগিয়ে থাকার উচ্ছ্বাস নিয়েই বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখছিল সফরকারী সমর্থকরা। কিন্তু তা আর হতে দিলেন না মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৪৫+২ মিনিটে গোল করে ম্যানইউকে সমতায় ফেরান তরুণ প্রতিভাবান এই ইংলিশ স্ট্রাইকার। তবে বিরতির পর আবারও এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ৫৪ মিনিটে গোল করে সফরকারী সমর্থকদের আনন্দে ভাসার উপলক্ষ এনে দেন নিকোলাস ওটামেন্ডি। চলতি মৌসুমে এটা তার চতুর্থ গোল। ডিফেন্ডার হিসেবে এই মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও এখন আর্জেন্টাইন তারকার দখলে। দ্বিতীয়ার্ধের বাকি সময়টাতেও লড়াই চালিয়ে যায় দুই দল। আক্রমণ প্রতি আক্রমণে ওল্ড ট্র্যাফোর্ডের সমর্থকদের উপহার দেয় নাটকীয় কিছু মুহূর্তও। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। এর ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গার্ডিওলার দল। ম্যানচেস্টার ডার্বি জয়ের ফলে শুধু নতুন রেকর্ড নয়, প্রিমিয়ার লীগ পুনরুদ্ধারেও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। কেননা মৌসুমের প্রথম ১৬ ম্যাচ থেকে তাদের দখলে এখন ৪৬ পয়েন্ট। দুইয়ে থাকা নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহে ৩৫ পয়েন্ট। অর্থাৎ পয়েন্ট ব্যবধান ১১। যেভাবে ছুটছে পেপ গার্র্ডিওলার দল, পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে লীগ শিরোপা জেতাটা এখন সিটিজেনদের জন্য কেবলই সময়ের বিষয়। ইউনাইটেডের কোচ জোশে মরিনহো অবশ্য এই জয়ের মধ্য দিয়েই ম্যানসিটির শিরোপা প্রাপ্তিটাকে প্রায় নিশ্চিত করে দেখছেন। ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচ বলেন, ‘সম্ভবত, হ্যাঁ। আজকের জয়টা তাদের অনেকখানি এগিয়ে দিল।’ এ্যান্ডার হেরেরাকে ফাউলের অপরাধে ওটামেন্ডির বিপক্ষে ইউনাইটেডের ম্যাচ শেষের একটি পেনাল্টি আবেদন নাকচ করে দেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। উল্টো মিডফিল্ডার হেরেরাকে ডাইভিংয়ের জন্য হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দেয়া হয়। এই সিদ্ধান্তকে অবশ্য নেতিবাচক হিসেবেই দেখেছেন মরিনহো। এ বিষয়ে তিনি বলেন, ‘ম্যানচেস্টার সিটি ভাল দল, এতে কোন সন্দেহ নেই। কিন্তু সবসময়ই ভাগ্য তাদের সহায় থাকে। একইসঙ্গে ফুটবলের ঈশ্বরও তাদের সঙ্গেই থাকে।’ যদিও গার্ডিওলা মরিনহোর অভিযোগ অস্বীকার করেছেন। সাবেক বার্সিলোনার সফল এই কোচ বলেন, ‘গত মৌসুমেই একই ধরনের ঘটনা ঘটেছিল। আমরা এখানে জিতেছি ও এখানেও রেফারিকে সামনে নিয়ে আসা হয়েছে। আজকেও তাই হলো। আজ আমরা ৭৫ শতাংশ বল নিজেদের কাছে রেখেছি। এর অর্থ হচ্ছে আমরা ভাল খেলতে চেয়েছি।’ ম্যানচেস্টারের দুই জায়ান্টের লড়াইয়ের দিনে মাঠে নেমেছিল আর্সেনাল এবং লিভারপুলও। লিভারপুল নিজেদের মাঠে আতিথ্য দিয়েছিল শক্তিশালী এভারটনকে। অন্য ম্যাচে সাউদাম্পটন সফরে গিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। দুটি ম্যাচই অবশ্য ড্র হয়েছে। দুটিই আবার ১-১ ব্যবধানে! এ্যানফিল্ডে লিভারপুল মোহামেদ সালাহর কার্লিং শটে ৪২ মিনিটে এগিয়ে গিয়েছিল। মিশরীয় এই উইঙ্গারের ১২ ম্যাচে এটি ছিল ১৩তম গোল। এই লিড দ্বিতীয়ার্ধেও বেশ কিছুক্ষণ পর্যন্ত ধরে রাখলেও শেষ পর্যন্ত তা রক্ষা হয়নি। ৭৭ মিনিটে স্পট কিক থেকে এভারটনকে এক পয়েন্ট উপহার দেন রুনি। জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এভারটনে যোগ দেয়ার পর মার্সিসাইড ডার্বিতে ক্যারিয়ারে এটা রুনির প্রথম গোল।
×