ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারত সফরে শ্রীলঙ্কা দলে চমক

প্রকাশিত: ০৭:০৬, ৯ নভেম্বর ২০১৭

ভারত সফরে শ্রীলঙ্কা দলে চমক

স্পোর্টস রিপোর্টার ॥ দল ঘোষণায় চমক বলতে সাধারণত নতুন মুখের অন্তর্ভুক্তিকেই বোঝায়। তবে ভারত সফরের জন্য শ্রীলঙ্কান নির্বাচকরা চমক দেখিয়েছেন কুশল সিলভা আর কুশল মেন্ডিসকে বাদ দিয়ে! মূলত স্পিনের বিপরীতে দুর্বলতার কারণেই নাকি অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানকে টেস্ট দলে রাখা হয়নি। ভারতের মাটিতে রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদবকে সামলানোর পরিকল্পনায় এই পরিবর্তন। বোলিং বিভাগে নিজেদের শক্তি বাড়াতে স্পিন বোলিং-অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা ও পেস বোলিং-অলরাউন্ডার দাসুন শানাকাকে সাদা পোশাকের দলে রাখা হয়েছে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন সাবেক অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজও। তবে আরব আমিরাতে পাকিস্তানকে ‘৩-০’ তে হেয়াইটওয়াশ করা দিনেশ চান্দিলমালই থাকছেন অধিনায়কের দায়িত্বে। পাশাপাশি সাবেক তারকা থিলান সামাবিরাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ধনঞ্জয়া ও শনাকা গত মাসে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ভাল পারফরমের্ন্সের পুরস্কার পেয়েছেন। ‘এ’ দলের বেসরকারি টেস্ট সিরিজ জয়ে (২-১) দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন ধনঞ্জয়া। তার পেছনেই ছিলেন শনাকা। তবে আমিরাতে সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানো দল থেকে দুই সিলভার বাদ পড়াটা অপ্রত্যাশিত। বেশি অবাক করার মতো ঘটনা কুশল মেন্ডিসের দলে না থাকা। যাকে কুমার সাঙ্গাকারার পরে দেশটির সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান বলা হয়ে থাকে। টানা ২২টি টেস্টে খেলার পরে তাকে এবার দলের বাইরে থাকতে হবে। ওদিকে সাবেক টেস্ট ব্যাটসম্যান থিলান সামারাবিরাকে জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ছন্নছাড়া জাতীয় দলকে শক্তিশালী করার লক্ষ্যে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়োগ দেয়া হচ্ছে বলে এসএলসির পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১৩ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া ৪১ বছর বয়সী সামারাবিরা ইতোপূর্বে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করে বেশ সুনাম অর্জন করেন। শ্রীলঙ্কা টেস্ট দল ॥ দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমথ করুনারতেœ, সাদিরা সামারাবিক্রমা, লাহিরু থিরিমান্নে, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, লাহিরু গামাগে, লক্ষণ সান্দাকান, বিশ্ব ফার্নান্ডো, নিরোশান দিকওয়েলা ও রোশান সিলভা।
×