ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রধান নির্বাহীর কাঁধে দায়িত্ব পড়বে

প্রকাশিত: ০৬:২৭, ১৪ অক্টোবর ২০১৭

প্রধান নির্বাহীর কাঁধে দায়িত্ব পড়বে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির মেয়াদ ১৭ অক্টোবর শেষ হবে। এরপর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাঁধে বিসিবির অন্তর্বর্তীকালীন দায়িত্ব পড়বে। ৩১ অক্টোবর বিসিবির নির্বাচন শেষে ফল প্রকাশের পর সিইও নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষে অন্তর্বর্তীকালীন বিসিবির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন এবং অন্যান্য কার্যক্রমের দায়িত্ব সামলাবেন বিসিবির বর্তমান সিইও এবং নির্বাচন কমিশনার সুজন। নির্বাচন কমিশন নির্বাচনের দেখভাল করবেন। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ১৭ অক্টোবর শেষ হলে কে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে তাদের মাথাব্যথা থাকার কথা নয়। এরপরও বৃহস্পতিবার যখন বিসিবির নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, এরপর তাকে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষে কে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন, সেই প্রশ্ন ছোড়া হলো। তাতে অস্বস্তিবোধ করলেন নির্বাচন কমিশনার। তার যে জবাব জানা ছিল না, তা বোঝাও গেছে। অনেক প্রশ্ন আর উত্তরের পর অবশেষে সঙ্গীদের সহযোগিতায় জানিয়ে দিলেন, ‘একজন নন ইলেক্টেড পার্সন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী এই দায়িত্ব পালন করবেন। মানে বিসিবির বর্তমান সিইও।’ তাতেই বোঝা হয়ে গেল, বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হতেই সিইওর কাঁধে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পড়তে যাচ্ছে। বিসিবির নির্বাচনের চূড়ান্ত কাজ শুরু হয়ে যাবে সোমবার। সেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা দিয়েই পুরোপুরি নির্বাচনমুখী হবে বিসিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির বোর্ড রুমে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ওমর ফারুক। তফসিল অনুযায়ী, ১৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সকাল ১১টায়। স্থান প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দ্বিতীয় তলা, মিরপুর ২, ঢাকা এবং সংশ্লিষ্ট অফিস কক্ষের নোটিস বোর্ড, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট। পরদিন ১৭ অক্টোবর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ শুনানি ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ সকাল ১১টা থেকে দুপুর ১টা। শুনানি বেলা ২টা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বিকেল ৫টায়। স্থান প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দ্বিতীয় তলা, মিরপুর ২, ঢাকা এবং সংশ্লিষ্ট অফিস কক্ষের নোটিস বোর্ড, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট। ২০ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। স্থান রিটার্নিং অফিসারের কার্যালয়, বিসিবি। দ্বিতীয় তলায়। নগদ ১০ টাকা অফেরতযোগ্য মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ২৪ অক্টোবর, সকাল ১০টা থেকে বিকেল ৫টা। স্থান, রিটার্নিং অফিসারের কার্যালয়, বিসিবি। ২৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ, সকাল ১১টা থেকে বিকেল ৪টা। স্থান রিটার্নিং অফিসারের কার্যালয়, বিসিবি, দ্বিতীয় তলা। ২৮ অক্টোবর আপীল গ্রহণ ও শুনানি। আপীল গ্রহণ সকাল ১০টা থেকে দুপুর ১টা। শুনানি বেলা ২টা থেকে বিকেল ৫টা। স্থান প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, বিসিবি। ২৯ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। মনোনয়নপত্র প্রত্যাহার সকাল ১০টা থেকে দুপুর ১২টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ দুপুর ১টা। স্থান, রিটার্নিং অফিসারের কার্যালয়, বিসিবি। নির্বাচন ৩১ অক্টোবর মঙ্গলবার। ভোটগ্রহণ সকাল ১০টা থেকে বিকেল ৫টা। অতঃপর ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল প্রকাশ। স্থান, বোর্ডরুম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মিরপুর। চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ নবেম্বর, বুধবার, বিকেল ৩টা। স্থান প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দ্বিতীয় তলা, মিরপুর ২ এবং সংশ্লিষ্ট অফিস কক্ষের নোটিস বোর্ড, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
×