ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চীনা ওপেনে চ্যাম্পিয়ন নাদাল

প্রকাশিত: ০৫:৪১, ১০ অক্টোবর ২০১৭

চীনা ওপেনে চ্যাম্পিয়ন নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৫ সালে সর্বশেষ চীনা ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রাফায়েল নাদাল। দীর্ঘ ১২ বছর পর আবারও সেই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরলেন স্পেনের এই টেনিস তারকা। রবিবার ফাইনালে নিক কির্গিওসকে হারিয়ে ক্যারিয়ারের ৭৫তম ট্রফি জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভাবান খেলোয়াড় কির্গিওসকে পরাজিত করে চলতি মৌসুমের ষষ্ঠ শিরোপা নিজের শোকেসে তুললেন তিনি। যার মধ্যে রয়েছে দুটি গ্র্যান্ডস্লামও। চীনা ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ টেনিস তারকার লক্ষ্য এখন সাংহাই মাস্টার্স। সেই টুর্নামেন্টেও নিজের সেরাটা ঢেলে দিতে চান ১৬টি গ্র্যান্ডস্লামের মালিক। চীনের রাজধানী বেজিংয়ে অনুষ্ঠিত ফাইনালে এদিন নাদাল ৬-২ এবং ৬-১ গেমে খুব সহজেই হারান নিক কির্গিওসকে। ম্যাচ শেষে তাই দারুণ রোমাঞ্চিত নাদাল। দীর্ঘদিন পর আবারও এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবেন তা ভাবতেই পারেননি তিনি। এ প্রসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নাদাল বলেন, ‘২০০৫ সালে যখন আমি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হই তখন কল্পনাই করিনি যে, ২০১৭ সালেও এখানে আবার খেলব। সত্যিই এই জয়ের পর আমি খুব আনন্দিত।’ তবে প্রতিপক্ষ নিক কির্গিওসকেও আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। ২২ বছরের অস্ট্রেলিয়ানকে আগামীর সম্ভাবনাময় তারকা হিসেবে অভিহিত করেছেন নাদাল। তার পক্ষে সবকিছুই জেতা সম্ভব বলে মনে করেন ৩১ বছর বয়সী নাদাল। এ বিষয়ে তিনি বলেন, ‘নিকের প্রতি আমার অনেক সম্মান। আমার দৃষ্টিকোণ থেকে এই ট্যুরে সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় সে। আমার ধারণা, সে যদি সত্যিই খেলতে চায় এবং কঠোর পরিশ্রম করে ক্রীড়াজগতে নিশ্চিত ভালো করবে। কেননা, তার বিপক্ষে যখন আমিই খেলছিলাম তখন অদ্ভুত অনুভূতি কাজ করছিল। আমি বলব তার সবকিছুই আছে। তার দৃষ্টিশক্তি অবিশ্বাস্যভাবেই ভালো। আপনি যখন তার বিপক্ষে খেলবেন দেখবেন তখন সে সবকিছুই সময়মতো করে। এটা খুবই কঠিন ব্যাপার। তারপর বলব কির্গিওসের দুই হাতের কথা। সার্ভ করার অসাধারণ ক্ষমতা তার। প্রতিটি টুর্নামেন্টে খেলার সব ধরনের যোগ্যতাই রয়েছে তার। এখন দেখা যাক ভবিষ্যতে নিজেকে কিভাবে প্রস্তুত করে তোলেন।
×