ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জিতেই বিশ্বকাপে খেলার আশা আর্জেন্টিনার

প্রকাশিত: ০৫:০৫, ৫ অক্টোবর ২০১৭

জিতেই বিশ্বকাপে খেলার আশা আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্টার ॥ দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন পা হড়কালেই বিপদ। খেলা হবে না স্বপ্নের বিশ্বকাপ ফুটবলে। আর্জেন্টিনার মতো জনপ্রিয় দল আর লিওনেল মেসির মতো বিশ্বখ্যাত তারকা যদি বিশ্বকাপের রঙিন মঞ্চে না থাকেন তাহলে সেই আসরের আবেদন বা জৌলুস যে অনেকাংশে কমে যাবে সেটা বলাইবাহুল্য। এমন হতেও পারে, আবার নাও পারে। তবে সবকিছু নির্ভর করছে মেসি, দিবালা, ডি মারিয়া, রোমেরোদের ওপর। তারা যদি বাছাইপর্বের শেষ দুই ম্যাচ জিততে পারেন তাহলে কোন হিসেব-নিকেশ ছাড়াই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন। কিন্তু এর ব্যতিক্রম হলেই বাদ পড়ার সমূহ সম্ভাবনা। এমন বাঁচামরার অবস্থার মধ্যেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দিয়াগো ম্যারাডোনার দেশ। ১৭তম রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে আর্জেন্টিনার প্রতিপক্ষ ৩৬ বছর পর বিশ্বকাপে খেলার স্বপ্নে বিভোর থাকা পেরু। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে। ইকুয়েডরের বিরুদ্ধে বাঁচামরার লড়াইয়ে নামছে সর্বশেষ দুই কোপা চ্যাম্পিয়ন চিলি। এই ম্যাচটিও একই সময়ে মাঠে গড়াবে। নির্ভার ব্রাজিল সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। সর্বশেষ ম্যাচে তারা কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। এবার তাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে ফেরার মিশন। প্রতিপক্ষ ইতোমধ্যেই বাদ পড়া বলিভিয়া। লাপাজে ব্রাজিল-বলিভিয়া ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ২টায়। এই মিশনে হাল্কা চোট পেয়েছেন দলের সেরা তারকা নেইমার। অনুশীলনে এই চোট পান পিএসজি তারকা। তবে নেইমারের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। পিএসজি তারকা খেলবেন এমনই বলা হয়েছে। এ্যাওয়ে ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ ভেনিজুয়েলা। আরেক ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও প্যারাগুয়ে। বর্তমানে ১৬ ম্যাচ থেকে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আর্জেন্টিনা। সমানসংখ্যক ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান ষষ্ঠ। ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ২৭। তিন নম্বরে থাকা কলম্বিয়ার পয়েন্ট ২৬। চারে উঠে আসা পেরুর পয়েন্ট ২৪। এখন শেষ দুই রাউন্ডের ম্যাচে ভাগ্যনির্ধারণ হবে বাকি দলগুলোর। বিশেষ করে আর্জেন্টিনা ও চিলির। বিশ্বকাপের সর্বশেষ আসরে ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসিদের। সেই দলটিরই কিনা এখন পরবর্তী বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়। বাছাইপর্বের শুরু থেকেই হতাশাজনক পারফর্মেন্সের মধ্যে আছে আর্জেন্টিনার ফুটবলাররা। তারকা খেলোয়াড়ে সমৃদ্ধ দলটি নামের প্রতি কোনভাবেই সুবিচার করতে পারছে না। বারবার ছন্দ হারানোর কারণে রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথটি কঠিন হয়ে উঠেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্ব সেরা তারকা মেসির নেতৃত্বাধীন দলটি এ পর্যন্ত বাছাইপর্বের ১৬ ম্যাচ থেকে মাত্র ১৬টি গোল আদায় করতে পেরেছে। অথচ ইতোমধ্যে ছিটকেপড়া বলিভিয়ার গোল সংখ্যাও তাদের চেয়ে বেশি। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। টেবিলের শীর্ষ পয়েন্ট সংগ্রহকারী চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের। আর পঞ্চম স্থানে থাকা দলকে বিশ্বকাপে খেলতে হলে প্লে-অফ ম্যাচের বাধা ডিঙিয়ে আসতে হবে। চতুর্থ স্থানে থাকা পেরু যদি আর্জেন্টিনার বিরুদ্ধে জয় কিংবা ড্র করে তাহলে সরাসরি বিশ্বকাপে খেলা তো দূরের কথা মেসির দলের প্লে-অফ ম্যাচে খেলাও হুমকির মধ্যে পড়ে যাবে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পেরুকে হারানোর বিকল্প নেই জর্জ সাম্পাওলির দলের। আর্জেন্টাইন কোচ অবশ্য আশা দেখাচ্ছেন সমর্থকদের। সাম্পাওলি বাঁচামরার লড়াইয়ের আগে বলেন, আমরা জানি পরিস্থিতি কেমন। এখন আর অন্য কিছু ভাববার সময় নেই। আমাদের দু’টি ম্যাচেই জিততে হবে। যে কোন মূল্যে। আশা করছি ফুটবলাররা সেটা করতে পারবে। তবে কাজটা মোটেও সহজ হবে না। কেন না ১৯৮২ সালের পর প্রথমবার বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার স্বপ্নে বিভোর পেরু। তারা যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছে। পেরুর কোচও আবার একজন আর্জেন্টাইন। রিকোর্ডো গারেসা আর্জেন্টিনার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বলেন, আমরা ম্যাচটির জন্য সম্পূর্ণ প্রস্তুত। যে কোন প্রতিপক্ষকে হারানোর জন্য আমরা দলকে প্রস্তুত করে রেখেছি। টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা উরুগুয়ে ভেনিজুয়েলাকে হারালেই চূড়ান্তপর্ব নিশ্চিত হবে। তৃতীয় স্থানে থাকা কলম্বিয়াও চূড়ান্তপর্বে খেলার টিকেট পেয়ে যেতে পারে, যদি তারা প্যারাগুয়েকে হারাতে পারে এবং চিলি ইকুয়েডরের কাছে হেরে যায়।
×