ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর, ওপেনিংয়ে সৌম্য সরকারের পরিবর্তে খেলতে পারেন এনামুল হক বিজয়

ডান-বামহাতি কম্বিনেশনে এগোচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৮, ১০ সেপ্টেম্বর ২০১৭

ডান-বামহাতি কম্বিনেশনে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতেই ব্যাটিং অর্ডারে বামহাতি কম্বিনেশনে বিপদে পড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ধসে গেছে। হঠাৎ করে বামহাতি কম্বিনেশন পরিবর্তন এনেও কাজ হয়নি। তাই এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আগে থেকেই ডান-বাম হাতি কম্বিনেশন তৈরি করা হচ্ছে। এই কম্বিনেশন তৈরি করতে গিয়ে ওপেনিংয়ে সৌম্য সরকারকে একাদশে নাও দেখা যেতে পারে। তার বদলে তামিম ইকবালের সঙ্গী হতে পারেন এনামুল হক বিজয়। এতে করে শুরুতে তামিম-বিজয়, এরপর একজন বামহাতি, এরপর একজন ডানহাতি, আবার বামহাতি, আবার ডানহাতি কম্বিনেশনে ব্যাটিং একাদশ এগিয়ে চলবে। তাতে করে সমস্যাও তেমন পড়তে হবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে যেমন পড়তে হয়েছে। ওপরের দিকে সব বামহাতি ব্যাটসম্যান পেয়ে ডানহাতি নাথান লিয়নই ডুবিয়ে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এমনটি হবে না। ডান-বামহাতি কম্বিনেশন থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনই এমনটি জানিয়েছেন। ডানহাতি বিজয়ের নামটিও তিনি নির্বাচকদের কাছে বলেছেন। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মতে বিজয় বেটার অপশন। আপনারা শুনলে হয়তো অবাক হবেন চট্টগ্রামে থাকতেই আমি ওর নামটা বলে এসেছি। আমি বলেছি, ডানহাতি অপশন কে কে আছে দেখ। ওদের আবার আনা যায় কি না। ওদের হঠাৎ করেই তো নামানো যাবে না। এর মানে এই না যে, আমি এটাই করব।’ বিকল্প ব্যাটসম্যান হিসেবে উঠে আসে শাহরিয়ার নাফীসের নামও। কিন্তু অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যানকে দলে রাখার পক্ষে নন পাপন, ‘ওর নামটা এই প্রথম শুনলাম। আমার তো একটা প্যানেল আছে, আমি সেখান থেকেই সব শুনি। বিপিএলে একটা ভাল ইনিংস খেলেছিল, সেটা দেখে তাকে টি২০ খেলতে নিউজিল্যান্ড পাঠানোর কথা বলেছি। কিন্তু কার পরিবর্তে খেলবে সে? যার পরিবর্তে খেলবে ওরও তো খারাপ খেলতে হবে। না হলে তো তাকে রিপ্লেস করাটা কঠিন।’ এই মাসের ২৮ তারিখেই সিরিজ শুরু হবে। সেদিন পোচেফস্ট্রমে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে ১৫ অক্টোবর প্রথম, ১৮ অক্টোবর দ্বিতীয়, ২২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ অক্টোবর প্রথম ও ২৯ অক্টোবর দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শুরুর আগে ২১ সেপ্টেম্বর থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি দিয়েই মূলত পূর্ণাঙ্গ সিরিজের মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ওয়ানডে সিরিজ শুরুর আগেও ১২ অক্টোবর একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা। দুই ম্যাচেরই প্রতিপক্ষ দলটি হচ্ছে সাউথ আফ্রিকা (সিএসএ) আমন্ত্রিত একাদশ। বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে। প্রথম টি২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২০০৮ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজে পরিবর্তনে হাওয়াও লেগেছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়ে শুক্রবার বিসিবি প্রধান বলেন, ‘দলের মধ্যে পরিবর্তন আসতে পারে। আমার মনে হয় অবশ্যই পরিবর্তন আসবে। ডানহাতি-বাঁহাতির কম্বিনেশন নিয়ে আমাদের কাজ করতে হবে। শনিবার সবাই ফিরবে। আমি ওদের সবার সঙ্গেই বসব। ওদের কাছ থেকে শুনব ওদের গেম প্ল্যানটা কি। সেটা জানতে হবে। একটা পরিকল্পনা থাকতেই হয়, সেটা অনুযায়ী আমাদের কাজ করতে হয়। একেকটা দেশের সঙ্গে একেক রকম গেম প্ল্যান থাকে।’ সেই প্ল্যানে এবার ডানহাতি বিজয় ঢুকে যেতে পারেন। একাদশ থেকে ছিটকে পড়তে পারেন বামহাতি সৌম্য। তা না হলেও ওপেনিং থেকে ছিটকে পড়তে পারেন। টেস্টে খুব বেশি সময় ঝলক দেখাতে না পারা এবং অসিদের বিপক্ষে ব্যর্থ হওয়া সৌম্যকে আর সুযোগ দিতে হয়ত পারা যাচ্ছে না। এবার বদলের প্রয়োজন। সেই বদলে ২০১৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টেস্ট খেলা এবং ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে খেলা এনামুল হক বিজয়কেই বেছে নিতে হচ্ছে। ডান-বাম হাতি কম্বিনেশনে যে এগুতে চাচ্ছে বাংলাদেশ।
×