ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

একদিনে দুই জয়ে সেমিতে পিসকোভা

প্রকাশিত: ০৫:৩৮, ২০ আগস্ট ২০১৭

একদিনে দুই জয়ে সেমিতে পিসকোভা

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র দুইঘণ্টার বিরতি। বড় একটি টুর্নামেন্টে টানা দুই ম্যাচ খেলতে হয়েছে এই সামান্য সময়ের ব্যবধানে। কিন্তু তিনি এখন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর তারকা। সেটার স্বাক্ষর রেখে এই চাপের মধ্যেও টানা দুই ম্যাচ খেলে সিনসিনাতি ওপেনের সেমিফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের তরুণী ক্যারোলিনা পিসকোভা। ২৫ বছর বয়সী এ তারকাকে শুক্রবার টানা দুই ম্যাচ খেলতে হয়েছে মূলত বৃহস্পতিবার বৃষ্টির কারণে তৃতীয় রাউন্ডের ম্যাচ পরিত্যক্ত হওয়ায়। সেই স্থগিত ম্যাচে ইতালির ক্যামিলা জিওর্জিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন পিসকোভা। এরপর শেষ আটে কঠিন চ্যালেঞ্জ পেরিয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির বিরুদ্ধে। একই পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের তরুণী সেøায়ান স্টিফেন্স। তিনিও টানা দুই ম্যাচ জিতে সেমিতে উঠেছেন। এছাড়া ৪ নম্বর বাছাই স্পেনের গারবিন মুগুরুজা এবং দুই নম্বর বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ নিশ্চিত করেছেন সেমিফাইনাল। গত বছর সিনসিনাতি ওপেনের শিরোপা জিতেছিলেন পিসকোভা। এবার শুধু মুকুট ধরে রাখার পরীক্ষাই নয়, একই সঙ্গে শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নেমেছেন তিনি। ফাইনালের আগেই এই টুর্নামেন্ট থেকে বিদায় নিলে এক নম্বর থেকে নেমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বছরের শেষ গ্র্যান্ডসøাম আসর ইউএস ওপেনের আগে সেটা বাড়তি চাপের কারণ হয়ে যাবে এ চেক তরুণীর জন্য। সে কারণেই হয়তো নিজের সর্বোচ্চটাই ঢেলে দিয়ে খেলছেন তিনি। সেটার প্রমাণ দিলেন শুক্রবার। একইদিনে খেললেন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তৃতীয় রাউন্ডের ম্যাচটি বৃহস্পতিবার পরিত্যক্ত হয়। সেই ম্যাচে তিনি ইতালিয়ান তারকা জিওর্জির বিরুদ্ধে নেমে বড় পরীক্ষার মুখেই পড়ে যান। প্রথম সেটে সহজেই জিতে গেলেও দ্বিতীয় সেট হেরে গিয়েছিলেন। কিন্তু তৃতীয় সেটে এ ইতালিয়ানকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন পিসকোভা। ৬-৩, ৪-৬ ও ৬-০ সেটের জয় তুলে নেন। তৃতীয় রাউন্ডের আরেকটি স্থগিত ম্যাচে স্টিফেন্স ২-৬, ৬-৩ ও ৬-৪ সেটে রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। এছাড়া জার্মানির জুলিয়া জর্জেস সবচেয়ে বড় অঘটনের জন্ম দেন ৫ নম্বর বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনাকে হারিয়ে। ফর্মের তুঙ্গে থাকা এবং র‌্যাঙ্কিংয়ে এমনকি শীর্ষে ওঠার মিশনে থাকা সিতোলিনাকে ৭-৫, ৬-৪ সেটে হারিয়ে দেন তিনি। মাত্র দুইঘণ্টা বিশ্রাম পেয়েছেন তারা। অন্যরা যখন কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলছিলেন তখন সবেমাত্র কোয়ার্টার নিশ্চিত করেছেন এ তিন তারকা। এরমধ্যে একটু পরেই শেষ আটের লড়াইয়ে নেমে শুধু ছিটকে গেছেন জর্জেস। তাকে মার্কিন কৃষ্ণকন্যা স্টিফেন্স ৬-১, ৭-৬ (৭-৩) সেটে হারিয়ে দিয়ে উঠে গেছেন শেষ চারে। তবে পিসকোভাকে থামাতে পারেননি ওজনিয়াকি। ডেনিশ সুন্দরী এ বছর ৬ টুর্নামেন্টের ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেননি।
×