ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মিউনিখে এ্যাটলেটিকো মাদ্রিদের উৎসব

প্রকাশিত: ০৬:৩৯, ৪ আগস্ট ২০১৭

মিউনিখে এ্যাটলেটিকো মাদ্রিদের উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুম শুরুর আগে দারুণ এক ট্রফি জিতেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি জিতেছে নিয়েছে জার্মানির অডি কাপ। বুধবার রাতে মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় ইংলিশ ক্লাব লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে দিয়াগো সিমিওনের দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র ছিল। প্রাক-মৌসুম প্রস্তুতিতে এটা লিভারপুলের প্রথম হার। টানা চার জয়ের পর অডি কাপের ফাইনালে এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজিত হয়েছে ক্লপের দল। মিউনিখে প্রথমার্ধের ৩৩ মিনিটে কেইদি বারে’র গোলে এগিয়ে যায় এ্যাটলেটিকো মাদ্রিদ। তবে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনোর গোলে সমতা ফেরায় লিভারপুল। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে শেষ হাসি হাসে স্প্যানিশ ক্লাবটি। লিভারপুল অধিনায়ক জর্দান হেন্ডারসনের পেনাল্টি শট রুখে দিয়ে এ্যাটলেটিকোর জয়ের পথ দেখিয়ে দেন মিগুয়েল এ্যাঙ্গেল মোয়া। ম্যাচের ভাগ্যনির্ধারণী টাইব্রেকার শটে বল জালে পাঠিয়ে এ্যাটলেটিকো মাদ্রিদের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপে লুইস। চার জাতির অডি কাপের প্রথম ম্যাচে স্বাগতিক বেয়ার্ন মিউনিখকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছিল লিভারপুল। অন্যদিকে ইতালিয়ান ক্লাব নেপোলিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় এ্যাটলেটিকো। গত মাসের শেষের দিকে হংকংয়ে এশিয়া কাপের শিরোপা জয় করে লিভারপুল। নিজেদের শেষ প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ দল এ্যাটলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে দ্য রেডসরা। এরপর ১২ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডের বিরুদ্ধে খেলবে ক্লপের দল। অন্যদিকে নতুন মৌসুম শুরুর আগে শেষ প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ডের বিমান ধরবে এ্যাটলেটিকো মাদ্রিদ। ৬ আগস্ট এ্যামেক্স স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন দল ব্রাইটনের বিরুদ্ধে খেলবেন বারে, লুইসরা। অন্যদিকে আরেক প্রীতি ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব স্যাম্পডোরিয়াকে। ম্যানইউর হয়ে গোল করেন হেনরিখ মাখাটারিয়ান ও জুয়ান মাতা।
×