ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ হকিতে কোচ হারুনের লক্ষ্য

প্রকাশিত: ০৪:৫৯, ১ আগস্ট ২০১৭

এশিয়া কাপ হকিতে কোচ হারুনের লক্ষ্য

স্পোর্টস রিপোর্টার ॥ চীনে আটটি প্রস্তুতি ম্যাচ কাজে লাগাতে চান বাংলাদেশ জাতীয় হকি দলের হেড কোচ মাহবুব হারুন। অনভিজ্ঞ ও তরুণদের বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দেয়ার পরিকল্পনা তার। তবে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে হতাশ তিনি। আগামী ১২ অক্টোবর থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে দশম এশিয়া কাপ হকি। ঘরের মাঠে এশিয়া কাপের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ। আসরের প্রস্তুতি নিতে চীন ও ভারতে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলবেন চয়ন-জিমিরা। চীনে ১৫ দিনের সূচী চূড়ান্ত। সফরে ৮ প্রস্তুতি ম্যাচ খেলতে ৩ আগস্ট যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সেরা খেলোয়াড় ছাড়াও তরুণ ও অনভিজ্ঞদের পরখ করে নিতে চান মাহবুব হারুন। ক্যাম্প শুরুর প্রথম দিন থেকেই ফিটনেস নিয়ে কাজ করেছেন হারুন। চীন সফরের আগেই দলকে পুরো ফিট দেখতে চান তিনি। দ্রুতই ম্যাচ প্র্যাকটিস শুরু করবেন। রবিবার চীনে সফরের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।
×