ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়লেন ড্রেসেল

প্রকাশিত: ০৪:৫৯, ৩১ জুলাই ২০১৭

ইতিহাস গড়লেন ড্রেসেল

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে নেই মহাতারকা মাইকেল ফেলপস। অবসরে চলে গেছেন তিনি গত বছর রিও ডি জেনিরো অলিম্পিকের পরেই। এমনকি তার অন্যতম প্রতিপক্ষ স্বদেশী রায়ান লোচেটও নেই। কিন্তু তাদের অভাবটা খুব বেশি টের পেতে দিলেন না ২০ বছর বয়সী উদীয়মান তারকা ক্যালেব ড্রেসেল। স্বদেশী দুই মহাতারকার যোগ্য উত্তরসূরি হিসেবে শনিবার রাতে এক নতুন ইতিহাস গড়লেন। প্রথম মার্কিন সাঁতারু হিসেবে একদিনে তিন স্বর্ণ জিতলেন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে। সেটাও আবার জিতেছেন মাত্র ৯০ মিনিটের মধ্যে তিনটি ফাইনালে অংশ নিয়ে। এ কারণে এখন সবাই তাকে দুই মার্কিন কিংবদন্তি মার্ক স্পিটজ ও ফেলপসের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। কিন্তু ড্রেসেল নিজেই এটাকে উপযুক্ত সময় মনে করছেন না এবং তিনি কোনভাবেই চান না এ দুই কিংবদন্তির কাতারে তাকে কেউ এখনই ফেলুক। তুলনায় যেতে নারাজ ড্রেসেল। ডুনা এ্যারেনা অনেকদিন মনে রাখবে ড্রেসেলকে। কারণ তিনি এটিকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করলেন। শনিবার তিনি প্রথমে স্বর্ণ জিতলেন ৫০ মিটার ফ্রিস্টাইলে। সময় নিয়েছেন ২১.১৫ সেকেন্ড। ব্রাজিলের ব্রুনো ফ্র্যাটাস ০.১২ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য এবং ব্রিটেনের বেন প্রাউড ০.২৮ সেকেন্ড পিছিয়ে থেকে ব্রোঞ্জ জয় করেন। এর আধাঘণ্টা পরই ১০০ মিটার বাটারফ্লাইয়ে নেমে সেখানেও স্বর্ণ তুলে আনলেন। দুটি স্বর্ণপদক জয়ের আনন্দটা তখনও মিলিয়ে যায়নি। ঘণ্টাখানেক পর আবার নামলেন দলের সঙ্গে ৪ী১০০ মিটার মিশ্র ফ্রিস্টাইল রিলেতে। এবার সতীর্থদের নিয়ে বিশ্বরেকর্ড গড়ে জিতলেন আরেক স্বর্ণ। ৩ মিনিট ১৯.৬০ সেকেন্ড সময় নেয় মার্কিন মিশ্র সাঁতারের দলটি। এরআগের বিশ্বরেকর্ডও যুক্তরাষ্ট্রের দখলেই ছিল, ২০১৫ সালে কাজানে সেটি গড়েছিল তারা। তারচেয়ে এবার ৩ সেকেন্ডেরও বেশি সময় কম নিয়েছেন ড্রেসেলরা। হল্যান্ড ২.২১ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য এবং কানাডা ৩.৯৫ সেকেন্ড পিছিয়ে থেকে ব্রোঞ্জ জয় করে। বিশ্বচ্যাম্পিয়নশিপসের একদিনে ৩ স্বর্ণ জয় করেন ড্রেসেল-এর মাধ্যমে। বিশ্ব সাঁতারে একইদিনে হ্যাটট্রিক স্বর্ণ বিজয়ে কোন মার্কিন সাঁতারুর ক্ষেত্রে প্রথম ঘটনা। সবমিলিয়ে রবিবার শেষদিনে কয়েকটি ইভেন্ট হওয়ার আগ পর্যন্ত ১৪ স্বর্ণ নিয়ে যুক্তরাষ্ট্র সবার ওপরে। তাদের ঝুড়িতে আরও আছে ১০ রৌপ্য ও ৭ ব্রোঞ্জ। এর মধ্যে ড্রেসেল একাই জিতেছেন ৬ স্বর্ণ আর লিডেকি ৫টি। ড্রেসেল তিনটি ব্যক্তিগত ও তিনটি দলগত স্বর্ণপদক জিতেছেন। আরেকটি স্বর্ণপদক তাকে হাতছানি দিচ্ছে শেষদিনে ৪ী১০০ মিটার মিডলে রিলেতে। এত চাপের মধ্যে শনিবার থেকে আবারও নামতে হবে পরদিন। এ বিষয়ে ড্রেসেল বলেন, ‘আমার হাতে ২৪ ঘণ্টা সময় আছে। আমি এ কারণে আজকের এই জয়ের অনুভূতিটা শেষ করে ফেলতে ৩০ মিনিট সময় দেব নিজেকে। এরপর নিজের মনোযোগ কেন্দ্রীভূত করব শেষ রেসটার জন্য।’ ড্রেসেলকে কিংবদন্তি ফেলপসও এসএমএসের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু অনেকেই তার সঙ্গে ড্রেসেলের তুলনা করছেন এটিকে মানতে নারাজ এ তরুণ। তিনি বলেন, ‘আমি মাইকেলের সঙ্গে তুলনীয় হতে চাই না। আমি তাকে অনেক ভালবাসি। মৃত্যু পর্যন্ত এই ভালবাসা থাকবে।’ ২০১৬ রিও অলিম্পিকে ফেলপসের সঙ্গেই সাঁতরেছেন ড্রেসেল। এবার তিনি নেই।
×