ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যোগ দিচ্ছেন জাতীয় দলের অনুশীলনে

দেশে ফিরে চুপচাপ তামিম, তবে...

প্রকাশিত: ০৫:১৫, ১৪ জুলাই ২০১৭

দেশে ফিরে চুপচাপ তামিম, তবে...

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড থেকে বুধবার রাতেই দেশে ফিরেছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। তবে গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি। কারণ এ বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে যেতে চান। তবে এসেক্স থেকে এক টাকাও নেননি তামিম। দেশে ফিরে আসায় এখন জাতীয় দলের ফিটনেস ট্রেইনিংয়ে অংশ নেবেন বাংলাদেশ ওপেনার। এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে এক ম্যাচ খেলেই দেশে ফিরেছেন। কেন দেশে ফিরলেন? এ নিয়ে অনেক গুঞ্জন চারদিকে ডালপালা গজিয়েছে। ‘হেট ক্রাইমে’র শিকার হয়ে তামিম ভিত-সন্ত্রস্ত হয়েই দেশে ফিরেছেন। এটাই সবার মুখে মুখে। কিন্তু তামিম সেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এর পেছনে কারণও আছে। তামিম প্রথমত বিতর্ক চাননি। ভবিষ্যতে তার কিংবা দেশের অন্য ক্রিকেটারদের কাউন্টিতে সুযোগ মিলতে পারে। এ বিষয়টি নিয়ে বিতর্ক হলে হয়তো সেই পথ বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই হয়তো তামিম এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে চাননি। এমনকি তামিম এসেক্স থেকে নাকি একটি টাকাও নেননি। যেহেতু দেশে অনুশীলন চলছে। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। তাই তামিম এখন ট্রেনিংয়ে যোগ দেবেন। ইংল্যান্ডে ‘হেট ক্রাইমে’র শিকার হন তামিম। বুধবার সকাল থেকেই এ বিষয়টি চাউর হয়ে যায়। এই শিকারে ভয় পেয়েই, আতঙ্ক থেকে, নিজের নিরাপত্তা নিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তামিম। তামিম বিষয়টিকে বুধবার সকালেই উড়িয়ে দিয়েছেন। এক পোস্ট করে তামিম জানান, ‘আমি আমার সব ভক্ত ও শুভাকাক্সক্ষীকে জানাতে চাই যে, এসেক্সে আমার মৌসুম আগেই শেষ করে দেশে ফিরছি ব্যক্তিগত কারণে। কিছু সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে আমরা হেইট ক্রাইমের শিকার হয়েছি। এটি আসলে সত্যি নয়।’ ভবিষ্যতে আবার ইংল্যান্ডে খেলতে যেতে চান তামিম। তাই বলেছেন, ‘ক্রিকেট খেলার জন্য আমার প্রিয় জায়গাগুলোর একটি ইংল্যান্ড। আগে চলে যেতে হওয়ার পরও এসেক্স আমার প্রতি ছিল দারুণ সৌজন্যময়। সব ভক্ত ও শুভাকাক্সক্ষীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের ভাবনা ও নানা বার্তার জন্য। ভবিষ্যতেও ইংল্যান্ডে খেলার অপেক্ষায় থাকব আমি।’ তামিম নিজেই তার দেশে ফিরে আসার বিষয়টি পরিষ্কার করে দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু বিষয়টি শেষ পর্যন্ত কি আর পরিষ্কার হলো। আরও ঘোলাটে হচ্ছে। সবার ভেতরই প্রশ্ন জেগেছে। তামিম একা থেকে যেতে পারতেন। খেলতে পারতেন। আর যদি চলেই আসেন। তাহলে এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত খোলাসা করতে পারতেন। কিন্তু কেন তামিম আসলে চুপ করে আছেন তা কারোরই জানা নেই। সবাই এখন একেক ধারণা করছে। তামিমই জানেন আসলে কেন এতটা চুপ হয়ে আছেন তিনি। এসেক্সের হয়ে এক ম্যাচ খেলেন তামিম। খেলার কথা ছিল মোট আট ম্যাচ। রবিবার একটি ম্যাচ খেলেন। ৭ রান করে আউট হন। কিন্তু হঠাৎ করেই তামিম দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কেন? এ নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়। শেষ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম, এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমও ‘হেট ক্রাইমে’র বিষয়টি তুলে ধরে। ভয় থেকেই যে তামিম দেশে ফেরার সিদ্ধান্ত নেন তা জানাজানি হয়ে যায়। সোমবার রাতে সপরিবারে রাতের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে ভাড়া করা বাসায় ফিরছিলেন তামিম। তখন কয়েকজন তামিমদের ধাওয়া করে। দৌড়ে নিরাপদ আশ্রয়ে যান তারা। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে যান তামিম ও তার পরিবার। মুহূর্তেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার রাতে লন্ডন থেকে দেশে ফেরার বিমান ধরেন। বুধবার দেশে ফিরেনও। মঙ্গলবারই তামিমের কাউন্টি ক্লাব এসেক্স তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত’ কারণে তামিম ক্লাব ছেড়ে যাচ্ছেন। আমরা তার মঙ্গল কামনা করছি। এই সময়ে তামিমের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানালে আমরা খুশি হব।’ কিন্তু তামিম কেন দেশে ফিরে আসেন তা জানাজানি হয়ে যায়। এরপর ব্যক্তিগত কারণই এখানে মুখ্য, তা বোঝাতে চান তামিম। দেশে ফিরে তামিম এ নিয়ে কোন কথা বলেননি। চুপচাপ তামিম। তবে এখন জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তামিম।
×