ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেসির চুক্তি প্রসঙ্গে বললেন নেইমার, স্বদেশী পাউলিনহোকে বার্সিলোনায় পেতে আশাবাদী ব্রাজিলিয়ান সুপারস্টার

‘বিশ্বের সেরা খেলোয়াড়কে পেয়ে আমরা খুশি’

প্রকাশিত: ০৬:৩৪, ১০ জুলাই ২০১৭

‘বিশ্বের সেরা খেলোয়াড়কে পেয়ে আমরা খুশি’

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু থেকেই বার্সিলোনার সঙ্গে আছেন লিওনেল মেসি। মাঝখানে নানা কারণে তার ন্যুক্যাম্প ছাড়ার গুঞ্জন রটে। তবে সবকিছু পেছনে ফেলে চুক্তি নবায়ন নিশ্চিত হয়েছে। বুধবারই হতে পারে সেই কাক্সিক্ষত চুক্তি স্বাক্ষর। এতে মেসির বার্সিলোনা সতীর্থরা খুব খুশি। বিশেষ করে নেইমার আনন্দে আত্মহারা। মেসিকে ছাড়া বার্সিলোনায় খেলাটা কঠিন হতো বলে মনে করেন নেইমার। নতুন চুক্তি অনুযায়ী আগামী ২০২১ সাল পর্যন্ত বার্সায় থাকবেন মেসি। আক্রমণভাগের সঙ্গীর চুক্তি বাড়ানো নিয়ে রোমাঞ্চিত নেইমার বলেন, আমাদের সঙ্গে বিশ্বের সেরা খেলোয়াড়কে পেয়ে আমি খুবই খুশি। তাকে ছাড়া ফুটবল নিয়ে চিন্তা করা কঠিন। নতুন কোচ আর্নেন্টো ভালভার্ডের অধীনে ২০১৭-১৮ মৌসুমের প্রস্তুতি নিচ্ছে বার্সিলোনা। শুরুতেই ১২ ও ১৮ আগস্ট স্প্যানিশ সুপার কাপের দুই লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। নতুন কোচ প্রসঙ্গে নেইমার বলেন, আমরা দারুণ একজন কোচ পেয়েছি। আশাকরি আমরা সুখী হব। এদিকে বন্ধু ও জাতীয় দল সতীর্থ পাউলিনহোকে বার্সায় পেতে আশাবাদী নেইমার। বর্তমানে চীনা ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডেতে খেলা এই মিডফিল্ডারকে কাতালান শিবিরে পেতে মুখিয়ে আছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) দল টটেনহাম হটস্পারে হতাশাজনক সময় কাটানোর পর এখন চাইনিজ সুপার লীগের দল গুয়াংজুতে খেলছেন ২৮ বছর বয়সী সেলেসাও মিডফিল্ডার। চীনে সময়টা ভালই কাটছে তার। কোচ লুইস ফিলিপ সোলারির দলের হয়ে ৫৮ ম্যাচে ১৫ গোল করেছেন। ব্রাজিল জাতীয় দলেও ভাল করছেন। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ সাত ম্যাচে চারটি গোল করেন পাউলিনহো। বিষয়টি চোখ এড়িয়ে যায়নি বার্সার ফুটবল প্রতিভা অন্বেষণকারীদের। এজন্য গুয়াংজু এভারগ্রান্ডেকে ২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে প্রস্তুত কাতালানরা। তবে দু’দফায় তা প্রত্যাখ্যান করেছে চাইনিজ ক্লাবটি। এরপর হাল ছাড়েনি পাউলিনহো। আর জাতীয় দলের সতীর্থকে নিজেদের শিবিরে পাওয়ার আশা ছাড়েনি নেইমারও। সাক্ষাতকারে নেইমার বলেন, আশাকরি বার্সা ওকে (পাউলিনহো) সই করাবে। সে আমার বন্ধু ও দুর্দান্ত একজন খেলোয়াড়। তাই আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত। অন্যদিকে পাউলিনহো বলেছেন, এটা সত্যি যে এই মুহূর্তে বার্সিলোনাকে নিয়ে ভাবছি। তবে এখন পর্যন্ত কোন চুক্তি হয়নি। তাই এখনই কোন কিছু বলা যাচ্ছে না।
×