ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিপাকে ক্রিকেট অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের হুমকি এবার অসি ‘এ’ দলের

দাবি আদায়ে অনড় ক্রিকেটাররা

প্রকাশিত: ০৬:৪৭, ৩ জুলাই ২০১৭

দাবি আদায়ে অনড় ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘোষণা অনুসারে ইতোমধ্যেই ক্রিকেট কর্মকা- থেকে অব্যাহতি নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মেনে নেয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের (এসিএ) দাবি। ৩০ জুন পর্যন্ত দেয়া আল্টিমেটাম অনুসারে সিএ তাদের অবস্থানে স্থির থেকেছে। এসিএ’র পতাকাতলে ক্রিকেটাররাও বেতনভাতার জন্য তাদের প্রস্তাবিত সমঝোতা প্রস্তাবে অটল। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন অচলাবস্থা। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের অধীনে জাতীয় দলের ক্রিকেটাররা যেমন দৃঢ় প্রতিজ্ঞ দাবি আদায়ে, তেমনি এবার তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল।তাদের অধিনায়ক উসমান খাজা জানিয়ে দিয়েছেন দাবি না মানলে চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করবেন তারা। ক্রিকেটার্স ইউনিয়নের বেঁধে দেয়া সময়সীমার মাত্র এক সপ্তাহ আগে গত ২৩ জুন নতুন একটি চুক্তির প্রস্তাবনা দেয় সিএ। কিন্তু তা হাতে পাওয়ামাত্রই নাকচ করে দেয় সিএ এবং দাবি জানায় তাদের প্রস্তাবিত চুক্তিনামা অনুসারে সমঝোতার। সেটা না করলে সর্বস্তরের সবক্রিকেটার খেলা থেকেই দূরে থাকবেন বলেও জানিয়ে দেয়া হয়। কিন্তু এতে করে টলেনি সিএ। তবে এবার সবচেয়ে আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলে থাকা ক্রিকেটারদের জন্যই এসেছে বড় চ্যালেঞ্জ। কারণ ১২ জুলাই তাদের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা। সে কারণে এসিএ সিডিনিতে একটি জরুরী সভা ডেকেছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে এই সফরকে সামনে রেখে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের। যেহেতু গত শুক্রবারের মধ্যে সিএ প্রস্তাবিত চুক্তির দাবিতে সমঝোতা স্বাক্ষর করেনি, তাই এখন কঠোর অবস্থানেই যাচ্ছে ক্রিকেটাররা। এসিএ প্রধান নির্বাহী এ্যালিস্টার নিকোলসন জানিয়েছেন সুনির্দিষ্ট একটি অবস্থা সৃষ্টি জরুরী দক্ষিণ আফ্রিকা সফর নিশ্চিত করার জন্য। মাসখানেকেরও বেশি সময় ধরে এসিএ-সিএ দড়ি টানাটানি চলছে নতুন বেতন কাঠামো গড়া নিয়ে। কিন্তু সিএ বেঁধে দেয়া ডেডলাইনের মধ্যে তা মেনে নেয়নি। এ কারণে চলতি মাসের প্রথমদিন থেকেই অস্ট্রেলিয়ার ২৩০ জন পুরুষ ও মহিলা ক্রিকেটার ঘোষণা অনুসারে বেকার হয়ে গেছেন। ক্রিকেটাররা চলতি বছর অনুষ্ঠিতব্য মর্যাদার এ্যাশেজ সিরিজসহ সবধরনের সফর বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এরপরও সিএ তাদের জায়গায় অনড় থেকেছে। এবার ‘এ’ দলের ক্রিকেটাররাও স্মিথ-ওয়ার্নারদের সঙ্গে তাল মিলিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর না করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে এসিএ নির্বাহী নিকোলসন বলেন, ‘তাদের মধ্যে সফর করার কোন অভিপ্রায় নেই। শুক্রবার কি ঘটে সেটা না জানা পর্যন্ত তারা অস্ট্রেলিয়ার বাইরে উড়াল দিতে নারাজ। সুতরাং পরিকল্পনা অনুসারে ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্পে যাবেন। আমরা আশা করছি যে সমঝোতা চুক্তির ক্ষেত্রে আমরা কোন অগ্রগতি দেখতে পাব। বিশেষ করে রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে যে মডেল দেয়া হয়েছে সেক্ষেত্রে আমরা কোন সুনির্দিষ্ট অবস্থানে পৌঁছুতে পারব।’ অস্ট্রেলিয়া ‘এ’ অধিনায়ক খাজাও জানিয়েছেন ক্রিকেটাররা এমওইউ ছাড়া খেলতে নারাজ। বর্তমানে তারা বিভিন্ন প্রাদেশিক দলের সঙ্গে বিভিন্ন মেয়াদে চুক্তির অধীনে ক্রিকেট খেলছেন। এ বিষয়ে খাজা বলেন, ‘এটা করা খুব সহজ নয়। কিন্তু আমরা সবাই দৃঢ় একতাবদ্ধ। আমরা এখনও এই সপ্তাহ অনুশীলন চালিয়ে যাব। আশা করছি কিছু একটা সমাধান আসবে। কিন্তু যদি তা না হয়, খুব কঠিন সিদ্ধান্তই নিতে হবে আমাদের। আমরা বড় একটি অবস্থানের জন্য লড়ছি, তাই কোনকিছু বিসর্জন দেয়া লাগতেই পারে।’
×