ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কনফেডারেশন্স কাপ জিততে চান পর্তুগাল কোচ

প্রকাশিত: ০৬:৫৪, ১৪ জুন ২০১৭

কনফেডারেশন্স কাপ জিততে চান পর্তুগাল কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী শনিবার থেকে রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফিফা কনফেডারেশন্স কাপ। এই আসরে হট ফেবারিট হিবেসেই অংশ নিচ্ছে ইউরো জয়ী পর্তুগাল। দলটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইতোমধ্যে জানিয়েছেন শিরোপা জিততে চান তিনি। এবার কোচ ফার্নান্ডো সান্টোসও ট্রফি জয়ের আশার কথা শুনিয়েছেন। এক সাক্ষাতকারে ৬২ বছর বয়সী সান্টোস বলেন, এটি কঠিন একটি আসর। কিন্তু পর্তুগাল শিরোপা জয়ের জন্যই খেলবে। পর্তুগীজ কোচ বলেন, আমরা ২০১৬ সালে ইউরো জিতেছি। আমাদের দলটা পরিবারের মতো। যেটা আমরা দেখিয়েছি। আশা করছি কনফেডারেশন্স কাপেও সেটা দেখাতে পারবে ছেলেরা। এদিকে কুঁচকির ইনজুরির কারণে ব্রাজিলের বিরুদ্ধে প্রীতিম্যাচ ও কনফেডারেশন্স কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইল জেডিনাক। ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া এই তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে এ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার ইনজুরিতে পড়েন। অস্ট্রেলিয়ান কোচ আনগে পোস্টেকোগলু জানিয়েছেন সকারুরা আগামী ১৩ দিনে চারটি ম্যাচ খেলবে। এ কারণে জেডিনাককে নিয়ে খুব বেশি ঝুঁকি নেয়াটা ঠিক হবে না। তার স্থানে দলে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ান ভিত্তিক মিডফিল্ডার জেমস জেগোকে। অস্ট্রেলিয়ান কোচ বলেন, মাইলকে হারানোটা দলের জন্য অনেক বড় একটা ক্ষতি। কারণ সে শুধু মধ্যমাঠের গুরুত্বপূর্ণ সদস্যই নয়, পুরো দলের মধ্যে দারুণ একজন অধিনায়ক। বড়দিনের পর থেকেই কুঁচকির ইনজুরি নিয়ে সে বেশ কঠিন সময় পার করছে। এ কারণেই আমরা তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছি না। আশা করছি বিশ্রামে থাকার পরে নতুন মৌসুমে সে নিজেকে পুরোপুরি ফিট করে মাঠে ফিরতে পারবে। জেডিনাক জানিয়েছেন কনফেডারেশন্স কাপে দেশকে প্রতিনিধিত্ব করতে না পারাটা সত্যিই হতাশার। এই টুর্নামেন্টটির জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন। এশিয়া কাপ জয়ের পর থেকেই এজন্য প্রস্তুতি শুরু করেছিলেন। তবে বিশ্বকাপে খেলতে হলে আগামী এক বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। এ কারণে সুস্থ হয়ে ওঠাটা জরুরী। কনফেডারেশন্স কাপে গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, ক্যামেরুন ও কোপাজয়ী চিলি। গ্রিজম্যান ২০২২ পর্যন্ত এ্যাটলেটিকোতে স্পোর্টস রিপোর্টার ॥ কোথাও যাচ্ছেন না। অবশেষে চুক্তি নবায়ন করলেন এ্যান্টোনিও গ্রিজম্যান। নতুন চুক্তি অনুযায়ী আগামী ২০২২ সাল পর্যন্ত বর্তমান ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদেই থাকছেন ফরাসী এই ফরোয়ার্ড। এমন দাবি করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। জানা গেছে, পারফর্মেন্সের ভিত্তিতে গ্রিজম্যানের বেতনও বৃদ্ধি করেছে এ্যাটলেটিকো। এর আগে মৌসুমের শেষে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের এ্যাটলেটিকো ছাড়ার জোর গুজব ছিল। কিন্তু চলতি মাসের শুরুতে এই ক্লাবেই থাকার ইঙ্গিত দিয়েছিলেন। ২০১৪ সালে ৩০ মিলিয়ন ইউরোতে রিয়াল সোসিয়েদাদ থেকে এ্যাটলেটিকোতে আসেন ফরাসী এই তারকা। ২০০৯ সালে সোসিয়েদাদে ক্যারিয়ার শুরু করেন। এখন পর্যন্ত স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকোর হয়ে ১৬০ ম্যাচে করেছেন ৮৩ গোল। ২০৩০ বিশ্বকাপ ফুটবল দুই কোরিয়ায়! স্পোর্টস রিপোর্টার ॥ শতবর্ষী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ২০৩০ সালে। ওই বছর বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা অনেক আগেই জানিয়েছে উরুগুয়ে। এবার শোনা গেল আরও দু’টি দেশের নাম। জোর গুঞ্জন ২০৩০ বিশ্বকাপ হতে পারে এশিয়ায়। আর সেটা দুই কোরিয়া অর্থাৎ দক্ষিণ ও উত্তর কোরিয়ায়। এমন গুঞ্জনই ভাসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছেন মুন জে ইন। ভবিষ্যতে তাই যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের উচ্চাভিলাষী স্বপ্ন দেখছেন তিনি। লক্ষ্যটা ২০৩০ বিশ্বকাপ। ২০০২ সালে ফুটবল শেষ্ঠত্বের আসরের যৌথ আয়োজক ছিল দক্ষিণ কোরিয়া ও জাপান। মুন জে ইনের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্টিনোর সঙ্গে কথা বলে উত্তর-পূর্ব এশিয়ার একাধিক দেশের যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন মুন জে ইন। যার মধ্যে উত্তর কোরিয়াও আছে। মুন জে ইন বলেছেন, যদি উত্তর-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলো, উত্তর ও দক্ষিণ কোরিয়াসহ একত্রে বিশ্বকাপ আয়োজন করতে পারে, এটা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এমনকি উত্তর-পূর্ব এশিয়া অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিনো এ বিষয়ে আগ্রহ দেখালে আমি খুশি হব। উল্লেখ্য, রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের পর কাতারে হবে ২০২২ বিশ্বকাপ। এর পরের দু’টি আসরের আয়োজক দেশ এখনও চূড়ান্ত হয়নি।
×