ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মালাগার বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৬:০২, ২১ মে ২০১৭

মালাগার বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ দিনে শেষ হচ্ছে স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াই। সমর্থকরাও তাই দারুণ রোমাঞ্চিত। রিয়াল মাদ্রিদ নাকি বার্সিলোনা? কাদের মুখে আজ ফুটবে হাসি? তা দেখার জন্যই অধীর অপেক্ষায় গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা। শিরোপার দৌড়ে এবার সবার চেয়ে এগিয়ে রয়েছে জিনেদিন জিদানের দল। মৌসুমের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মালাগা। এখনও হাল না ছাড়া লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনার প্রতিপক্ষ এইবার। তবে সকলেরই চোখ আজ মালাগার মাঠে। লা রোজালেডায় বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে দুই দল। মালাগার বিপক্ষে জয় পেলেই যে চ্যাম্পিয়ন রিয়াল। তবে ড্র করলেও ২০০৫ সালের পর আবারও শিরোপা উৎসবে মাতবেন বেল-রোনাল্ডোরা। এই মুহূর্তে দুর্বার জিনেদিন জিদানের দল। গতমাসে বার্সিলোনার কাছে এল ক্লাসিকো হারের পর সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। শেষ তিন ম্যাচেই প্রতিপক্ষের জালে ১২ বার বল জড়িয়েছে তারা। তাতে অবশ্য সন্তুষ্ট নন জিদান। সেল্টা ভিগোর বিপক্ষে জয়ের পরও তিনি সাফ জানিয়ে দেন, লীগ এখনও শেষ হয়ে যায়নি। শিষ্যদের প্রতি তার সুস্পষ্ট ইঙ্গিত, শেষ ম্যাচে নিজেদের সেরাটাই উজাড় করে দাও। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের ফরাসী কোচ বলেন, ‘যেমনটা খেলছি ঠিক তেমন পারফর্মেন্সই করতে হবে আমাদের। কারণ এখনও লীগ শেষ হয়ে যায়নি আমাদের।’ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ দুই ম্যাচেই দুটি করে গোল করেছেন প্রতিপক্ষের জালে। আক্রমণভাগ কিংবা রক্ষণভাগ রিয়াল মাদ্রিদ এখন দুর্দান্ত দলে পরিণত। এই মৌসুমে লীগে ৩৭ ম্যাচ খেলে ২৮টিতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। ছয় ম্যাচে ড্র। আর হেরেছে মাত্র তিনটিতে। এমন পারফর্মেন্স উপহার দেয়ার পরও লীগ শিরোপা জিততে না পারাটা রিয়াল ভক্তদের জন্য চরম দুর্ভাগ্যজনকই হবে। এক ম্যাচ বাকি থাকা রিয়ালের দখলে এখন ৯০ পয়েন্ট। ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। রিয়াল মাদ্রিদ মালাগার মাঠে খেললেও কাতালানরা ন্যুক্যাম্পে স্বাগত জানাবে এইবারকে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। কিন্তু দুর্ভাগ্য তাদের। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন শিরোপাই নিজেদের শোকেসে তুলতে পারেননি লুইস এনরিকের শিষ্যরা। মৌসুমের শেষ ম্যাচে আজ এইবারের বিপক্ষে কেবল জয় পেলেই হবে না। হারতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকেও। তবে মৌসুমের শেষদিকে দুর্দান্ত খেলা বার্সিলোনা অবশ্য নিজেদের কাজটা সঠিকভাবেই করতে চায়। এইবারের বিপক্ষে জয় দিয়েই মৌসুম শেষ করতে মরিয়া মেসি-নেইমার-সুয়ারেজরা। লীগ টেবিলের নবম স্থানে অবস্থান এইবারের। তবে শেষ ম্যাচের আগে বার্সিলোনাকে অনুপ্রেরণা দিচ্ছেন মালাগার ফরোয়ার্ড সান্দ্রো রামিরেজ। সাবেক বার্সিলোনার ঘরের ছেলে রামিরেজ তো রীতিমতো হুমকি দিয়ে দিচ্ছেন রিয়াল মাদ্রিদকে। রিয়ালের শিরোপা উৎসব ভেস্তে দিতে চান তিনি। লস ব্ল্যাঙ্কোসদের বিপক্ষে গোল করে নিজে ম্যাচ জিতে সাবেক ক্লাব বার্সাকে শিরোপাও উপহার দিতে চান রামিরেজ। ক্লাবটির বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠেন রামিরেজ। কিন্তু গত মৌসুমেই ন্যুক্যাম্প ছেড়ে যোগ দেন মালাগায়। অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। ৩২ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১৬ গোল ঢুকিয়ে রীতিমতো চমকে দিয়েছেন রামিরেজ। তবে পুরনো ক্লাব বার্সিলোনার টান এখনও ভোলেননি তিনি। তাইতো রিয়ালকে শিরোপা বঞ্চিত করে বার্সিলোনার ঋণ পরিশোধ করতে চান রামিরেজ। এ বিষয়ে তিনি বলেন, ‘আশাকরি আমি গোল করব এবং বার্সাকে লা লিগা উপহার দিতে পারব। আর তা করতে পারলেই আমার স্বপ্ন পূরণ হবে। বার্সার কাছে আমার অনেক ঋণ। সেটাই শোধ করতে চাই আমি।’ এমনিতেই আন্দালুসিয়ান দলগুলোর সঙ্গে মাদ্রিদের ক্লাবগুলোর দা-কুমড়া সম্পর্ক। আর রামিরেজ যে হুমকি দিয়েছেন তাতে সর্বোচ্চ সতর্কতা নিয়েই মাঠে নামতে হতে পারে রোনাল্ডো-বেনজামাদের। এদিকে ভিসেন্তে ক্যালডেরনে আজই নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলবে এ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষ এ্যাথলেটিক বিলবাও। নিজেদের ঘরের মাঠের শেষ ম্যাচটাতে নিশ্চয়ই সমর্থকদের জয় উপহার দিতে মরিয়া সিমিওনের শিষ্যরা।
×