ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিজের প্রতি বিশ্বাস আছে ॥ মুস্তাফিজ

প্রকাশিত: ০৪:১২, ৫ মে ২০১৭

নিজের প্রতি বিশ্বাস আছে ॥ মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ একবছরও হয়নি। মুদ্রার এপিঠ এবং ওপিঠÑ দুটোই দেখে নিলেন বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এক বছর আগে যখন আইপিএল খেলে ভারত থেকে দেশে ফিরেছেন তখন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। ভেসে গেছেন। অথচ এক বছর না জেতেই চুপিসারে এবার একই স্থান থেকে দেশে ফিরলেন মুস্তাফিজ। তাকে নিয়ে নেই কোন উত্তেজনা। নেই কোন উত্তাপ। যেন দীর্ঘশ্বাসই শুধু আছে। মুস্তাফিজ অবশ্য এসব পাত্তা দিচ্ছেন না। জানিয়েও দিচ্ছেন আবার ‘নিজের প্রতি বিশ্বাস আছে।’ সেই বিশ্বাস আবার ফিরে আসার। সেই বিশ্বাস আবার ‘কাটারে’ প্রতিপক্ষ ব্যাটসম্যানকে পোড়ানোর। সেটি আবার আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখা যেতে পারে। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের মাঠে মুস্তাফিজ জানালেন, ‘আমার তো নিজের প্রতি সবসময় বিশ্বাস আছে। এখন সব উইকেট তো একরকম থাকে না। চেষ্টা করব সেরাটা দেয়ার। প্র্যাকটিস চালিয়ে গেছি।’ সঙ্গে যোগ করেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দূরে আছে, প্র্যাকটিস আছে। আশাকরি ভাল কিছু হবে। আমরা অনেকদিন প্র্যাকটিস করতে পারব। এছাড়া আয়ারল্যান্ডে খেলা আছে। সবমিলিয়ে ভাল প্রস্তুতি হবে।’ এবারের আইপিএল খেলতে গিয়ে বাজে অভিজ্ঞতাই হয়েছে মুস্তাফিজের। যে বোলার গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা এনে দেন। এবার মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। এটা স্বাভাবিকভাবেই অনেক কষ্টের স্মৃতি। তবে বসে থাকেননি তরুণ এই বোলার। দলের সাথে নিয়মিত অনুশীলন করে গেছেন। যদিও ম্যাচ না খেললেও আফসোস নেই মুস্তাফিজের। এসব নিয়ে কোনভাবেই ভাবতে রাজি নন মুস্তাফিজ। তিনি ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দৃষ্টি দিচ্ছেন। ক্রিকেটে আবির্ভাবেই নিজের জানান দিয়েছিলেন। কিন্তু দুই বছর না যেতেই সেই চমক উধাও হয়ে যাচ্ছে। মুস্তাফিজ একাধারে রাজত্ব করে গেছেন। কিন্তু রাজত্ব এখন আর নেই। ক্রমেই মুস্তাফিজের বোলিংয়ের ধার কমছে। সেই সঙ্গে ব্যাটসম্যানরাও মুস্তাফিজকে বুঝে ফেলেছেন যেন। তার কাটার বুঝে ফেলেছেন। মুস্তাফিজকে তাই এখন সাফল্য পেতে হলে অনেক কষ্টই করতে হবে। ১৪ ওয়ানডে খেলে তুলে নিয়েছেন ৩৬ উইকেট। টি২০তেও বলার মতো পারফর্মেন্স। ১৭ ম্যাচে ২৭ উইকেট। টেস্টে নিয়মিত না হওয়ায় চার ম্যাচ থেকে এসেছে ১২ উইকেট। তবে সময় গড়ানোর সাথে সাথে মুস্তাফিজের বোলিং পরিচিত হয়েছে প্রতিপক্ষ ব্যাসম্যানদের কাছে। হানা দিয়েছে ইনজুরিও। সবমিলিয়ে মুস্তাফিজের বোলিংয়ে আগের সেই ছন্দ নেই। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে আগের সেই অবিশ্বাস্য মুস্তাফিজকে দেখা যায়নি। এর প্রভাব আইপিএলেও পড়েছে। এবার আইপিএলে একটাই ম্যাচ খেলতে পেরেছেন। ১১ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে পরদিনই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটা খেলেছিলেন। ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। পরে আর একাদশে সুযোগই পাননি গত আইপিএলের ‘সেরা উদীয়মান’ খেলোয়াড়। আর না খেলার হতাশা নিয়েই দেশে ফিরেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের একাদশে নিয়মিত সুযোগ মেলেনি। একটি ম্যাচই কি যথেষ্ট ছিল? মুস্তাফিজ জানান, ‘দলে আটজন বিদেশী খেলোয়াড় আছে। টিম ম্যানেজমেন্টের যে চারজনকে সেরা মনে করেছে, তাদের খেলিয়েছে। আর দল ভাল খেলছে বলে ওরা হয়তো দলের সমন্বয়টা পরিবর্তন করেনি। নয় ম্যাচের মাত্র একটা খেলেছি। বেশিরভাগ ম্যাচ খেলায়নি, বাইরে ছিলাম। খেললে অনেক অভিজ্ঞতা হয়ত হত। তবে চেষ্টা করেছি গতবার যেভাবে ছিলাম, এবারও সেভাবেই থাকতে।’ এসব নিয়ে এখন আর ভাবনা নয়। মুস্তাফিজ সামনে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতেই মনোযোগী। বলেছেন, ‘দেশের হয়ে সুযোগ পেলে অবশ্যই সেরাটা দেয়ার চেষ্টা করব। ভারতে টি২০ ম্যাচ ছিল। এবার ওয়ানডে খেলতে হবে। সংস্করণ বদলে যাচ্ছে। ওখানে (সাসেক্সে) গিয়ে আবার আগের মতো ফিরে আসার সময় পাব। ভুলগুলো নিয়ে কাজ করার।’
×