ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরেই মাশরাফিরা

বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের

প্রকাশিত: ০৬:২৩, ৩ মে ২০১৭

বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমরা যদি সামনের ম্যাচগুলো খুব খারাপ না করি, তাহলে সেরা আটের মধ্যে থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে পারব।’ কথাগুলো বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ যদি ভাল করতে পারে এবং সেই ধারাবাহিকতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকে তাহলেই বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সেই সম্ভাবনা উজ্জ্বলই আছে বাংলাদেশের। সোমবার আইসিসি নতুন র‌্যাঙ্কিং ঘোষণা করেছে। যে র‌্যাঙ্কিকংয়ে বাংলাদেশের ভা-ার থেকে ১ পয়েন্ট কমেছে। তবে তাতে সাত নম্বর র‌্যাঙ্কিং থেকে পেছনে পড়ে যায়নি বাংলাদেশ। সাত নম্বরেই আছে। ২০১৪ সালের ১ মে থেকে ২০১৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দলগুলো যে ম্যাচ খেলেছে তার ওপর ভিত্তি করে এবং ২০১৬ সালের ১ মে থেকে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিং পয়েন্ট করা হয়েছে। তাতে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত খেলা ম্যাচগুলোর ৫০ ভাগ ও এরপর থেকে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর ১০০ ভাগ সাফল্য-ব্যর্থতা ধরা হয়েছে। তাতে করে বাংলাদেশ ৯২ থেকে ৯১ পয়েন্টে আছে। র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরেও আছে। র‌্যাঙ্কিংয়ে অবশ্য খুব বেশি পার্থক্য কোন দলেরই হয়নি। তবে র‌্যাঙ্কিং পয়েন্ট এদিক ওদিক হয়েছে। পয়েন্টের এমন ওলট-পালটে ক্ষতিগ্রস্ত হয়েছে নিচের দিকের দলগুলোই। বিশেষ করে আটে থাকা পাকিস্তান ও নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ক্ষতি হয়েছে। পাকিস্তানের দুই পয়েন্ট কমে ৮৮ পয়েন্ট হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ৪ পয়েন্ট করে ৭৯ পয়েন্ট হয়েছে। বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট পার্থক্য ১২ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে আটটি দল র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকবে তারাই সরাসরি ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলবে। সংশোধনী র‌্যাঙ্কিংয়ে আবার শ্রীলঙ্কার সঙ্গেও রেটিং পয়েন্ট কমেছে। বাংলাদেশ থেকে ২ পয়েন্ট বেশি শ্রীলঙ্কার। তার মানে র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার সুযোগও বাংলাদেশের সামনে আছে। ২০১৫ সালে বাংলাদেশ অবিস্মরণীয় সাফল্য পেয়েছিল ওয়ানডেতে। সেই সাফল্য এখনও ভাল অবস্থান ধরে রাখায় কাজে দিচ্ছে। বিসিবির সিইও বলেন, ‘আয়ারল্যান্ড ও পাকিস্তান সিরিজ (সম্ভাব্য) নির্ধারিত আছে। ওই সিরিজের ম্যাচগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ত্রিদেশীয় সিরিজে নিচের দিকের দল আয়ারল্যান্ড আছে। আর পাকিস্তানও আমাদের পেছনে রয়েছে। তাদের সঙ্গে ম্যাচ হারলে রেটিং পয়েন্ট অনেক কমে যাবে। সে হিসেবে এই দুটি সিরিজে ভাল করতে হবে। আর পাকিস্তানকে ২-১ দিনের মধ্যে আমাদের প্রস্তাবিত সূচী পাঠাব। যেখানে টেস্ট, ওয়ানডে ও টি২০ থাকবে। তাদের উত্তরের জন্য আমরা অপেক্ষা করব। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ১২ পয়েন্টের মতো ব্যবধান আছে। তাই আমরা আশাবাদী (বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে)।’
×