ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চপলকে অভিনন্দন বিওএ মহাসচিব রেজার

প্রকাশিত: ০৫:২৯, ২৮ এপ্রিল ২০১৭

চপলকে অভিনন্দন বিওএ মহাসচিব রেজার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ওয়ার্ল্ড আরচারি ফেডারেশন কর্তৃক আরচারির উন্নয়নে এশিয়া অঞ্চলের কনসালটেন্ট হিসেবে নিযুক্ত হওয়ায় বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। আন্তঃজেলা মহিলা এ্যাথলেটিক্স শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্র ও শনিবার ‘লুৎফুন নেছা হক বকুল আন্তঃজেলা মহিলা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা’ ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫০ এ্যাথলেট ৯টি ইভেন্টে (১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ ও ৪ গুণিতক ১০০ মিটার রিলে) অংশগ্রহণ করবে। আজ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। শনিবার বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য শিরিন নঈম পুনম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বছরজুড়ে অনুশীলনের পক্ষে বিওএ স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিক অন্তর্ভুক্ত ২৪টি খেলার ফেডারেশনের সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। ফেডারেশনগুলোর সমস্যার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয় সভায়। তিন বছরের দীর্ঘমেয়াদী ক্যাম্পসহ ট্যালেন্ট হান্ট, আর সারাবছর মাঠে খেলা রাখার প্রত্যয় মহাসচিবের কণ্ঠে। আন্তর্জাতিক গেমস এলেই আসে বিওএ’র ব্যস্ততা। কিন্তু সেই গেমসকেন্দ্রিক ব্যস্ততা দূরে ঠেলে বছরজুড়ে ক্রীড়া কর্মকা- পরিচালনার নতুন উদ্যোগ নিয়েছে বিওএ। নতুন নির্বাচিত কমিটি তারই অংশ হিসেবে বৈঠক করল ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে। সভায় আরও ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব। ফেডারেশনগুলো বৈঠকে তুলে ধরে তাদের বিভিন্ন সমস্যা। সেই সমস্যা সমাধানে আগ্রহী বিওএ। যেখানে প্রাধান্য পেয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদে অনুশীলন মানেই বিশাল অঙ্কের খরচ। তা যোগাড়ের উপায়ও বাতলে দিলেন বিওএ মহাসচিব। এরপর ফেডারেশনগুলোর কোচদের সঙ্গে সভা করতে চায় অলিম্পিক এ্যাসোসিয়েশন।
×