ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি

দল নিয়ে সন্তুষ্ট মাশরাফি

প্রকাশিত: ০৭:২৩, ২২ এপ্রিল ২০১৭

দল নিয়ে সন্তুষ্ট মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডে গিয়ে তিনজাতি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর জুনে ইংল্যান্ডে গিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বৃহস্পতিবারই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজে ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যেখানে আছেন মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম ও রুবেল হোসেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল দেয়া হয়েছে। যে দলে আয়ারল্যান্ড সফরের দল থেকে নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়কে বাদ দেয়া হয়েছে। তিনজনকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোহানকে দলের সঙ্গেই রাখা হবে। দল নিয়ে সন্তুষ্ট মাশরাফি বলেন, ‘আমার মনে হয় সবাই ভেবেচিন্তেই দল করেছে। সম্প্রতি যারা খেলেছে, তারাই আছে। নাসির ঢুকেছে। সবার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় সম্ভাব্য সেরা দলই হয়েছে। বাকি কাজ আমাদের। সেখানে গিয়ে আমাদের ভাল খেলতে হবে।’ আয়ারল্যান্ডে গিয়ে তিনজাতি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলে আছেন নাসির হোসেন। ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি দুর্দান্ত নৈপুণ্য দেখানোতে এ অলরাউন্ডারকে আয়ারল্যান্ড সফরের দলে নেয়া হয়েছে। কিন্তু জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেয়া হয়নি নাসিরকে। সেই দলে স্ট্যান্ডবাই রাখা হয়েছে নাসিরকে। নাসিরকে আয়ারল্যান্ড সফরে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না রাখলেও পেসার শফিউল ইসলামকে ঠিকই আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হয়েছে। দলে আবার ফিরেছেন শফিউল। সেই সঙ্গে ফিরেছেন পেসার রুবেল হোসেনও। নাসিরের মতোই অবস্থা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেসার শুভাশীষ রায়ের। আয়ারল্যান্ড সফরের দলে নাসির, সোহান, শুভাশীষ থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। স্ট্যান্ডবাই হিসেবে তিনজনই থাকছেন। শ্রীলঙ্কা সফরে টি২০ খেলা মোহাম্মদ সাইফউদ্দিনও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন। কোন দলেই জায়গা হয়নি শুভাগত হোম চৌধুরীর। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাসেক্সে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই উদ্দেশে ২৬ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সাসেক্সে গিয়ে ১ মে ডিউক অব নোরফলকের বিপক্ষে এবং ৫ মে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে চলে যাবে দল। আয়ারল্যান্ডে ৭ মে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড খেলবে। ১২ ও ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথমে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। ৫ জুন অস্ট্রেলিয়া এবং ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যদি বাংলাদেশ সেমিফাইনালে খেলে তাহলে ম্যাচ বাড়বে। না হলে এখানেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে যাবে। পুরো সফরজুড়ে কন্ডিশন নিয়েই বেশি চিন্তা থাকছে বাংলাদেশ দলের। সেই ইঙ্গিত দিয়েছেন মাশরাফিও, ‘অনেকদিন পর ওই ধরনের কন্ডিশনে খেলব। আমার মনে হয়, প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কতটা কেমন খেলতে পারি, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। আয়ারল্যান্ডে এখন ঠা-া আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল। উইকেট একটু ডিফারেন্ট হতে পারে।’
×